Header Ads

রাজ্য-রাজ্যপাল সংঘাতে শিথিলতা, সমাবর্তনে যোগ দিলেন রাজ্যপাল

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের তিনটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বাধা পেয়েছিলেন রাজ্যপাল তথা রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য জগদীপ ধনকড়। ফলত রাজ্য-রাজ্যপাল সংঘাত প্রকাশ্যে চলে আসে। এরপরই রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে টুইট করতে দেখা যায় রাজ্যপালকে। এবার রাজ্যেরই একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিলেন রাজ্যপাল। আজ পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে আগেই জানিয়েছিলেন তিনি।
বুধবার সমাবর্তন অনুষ্ঠানে যথারীতি যোগ দিলেন তিনি। তবে এবার আর কোনও বিক্ষোভের মুখে পড়তে হলো না তাঁকে। সমাবর্তনের ফুডকোর্টে সভাপতির পদেই মঞ্চে বিরাজ করে ছিলেন তিনি। সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রাজ্যপাল। কিন্তু অনুষ্ঠানে যোগ দিতে গেলে তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা। একপ্রকার বাধ্য হয়েই তাঁকে অনুষ্ঠানে যোগ না দিয়েই ফিরে আসতে হয়েছে।
তা নিয়ে বারবার রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালযয়ের সমাবর্তন অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর অভিযোগ তোলেন তিনি। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শো-কজের নোটিশ পাঠান তিনি। এরপরই রাজ্য রাজ্যপাল সম্পর্কে ব্যাপক ফাটল ধরতে থাকে। তবে এদিন পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিয়ে রাজ্যপাল বলেন তাঁর সঙ্গে রাজ্যের সংঘাতের প্রভাব যেন বিশ্ববিদ্যালযয়ে এসে না পড়ে। এদিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকা ও উপাচার্যের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন রাজ্যপাল। শিক্ষার স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.