হাতি খেয়ে ফেললো আধার কার্ড আর ব্যাঙ্কের বই
নজরবন্দি ব্যুরো : হাতির তাণ্ডব নতুন কিছু নয়। হাতির লোকালয়ে ঢুকে তাণ্ডবের কথা প্রায় শোনা যায়। ঘটনা ঘটলো শনিবার শিলিগুড়ির বৈকণ্ঠপুর জঙ্গলের আমবাড়ি শিমুলগুড়ি গ্রামের। এই গ্রামে হানা দেয় হাতি।
এইবার হাতির দল রাস্তা ছেড়ে তাণ্ডব চালায় ফিরা ওঁরাও নাম এক ব্যক্তির বাড়িতে। ফিরার ঘর ভেঙে চুরমার করে দেয় হাতি। তাণ্ডব শেষ করার পর হাতি যখন ফিরে যায় তখুন ফিরা বোঝে তাঁর এক বিশাল ক্ষতি হয়ে গেছে। না ঘর ভেঙে চুরমার করেছে সে তো ক্ষতি তাঁর থেকে বড়ো ক্ষতি ১৫ কিলো চাল খেয়েছিল হাতি। চালের পাত্রে রাখা ছিল ফিরা ওঁরাওয়ের ব্যাঙ্কের পাসবই, আধার কার্ড চালের সাথে এই দুটো জিনিস ও হাতি খেয়ে ফেলেছে।
সংবাদমাধ্যমে ফিরে জানান, রাতে আচমকাই হাতি হামলা চালায় বাড়িতে। ভয়তে বাড়ি থেকে পালিয়ে যাই এরমধ্যে হাতি ঘর ভেঙেছে চাল খেয়েছে আর চালের সাথে খেয়ে ফেলেছে আধার কার্ড ও ব্যাঙ্কের বই। এটা নতুন কিছু নয় এর আগেও বেশ কয়েকবার তাণ্ডব চালিয়েছে হাতি।
এইবার হাতির দল রাস্তা ছেড়ে তাণ্ডব চালায় ফিরা ওঁরাও নাম এক ব্যক্তির বাড়িতে। ফিরার ঘর ভেঙে চুরমার করে দেয় হাতি। তাণ্ডব শেষ করার পর হাতি যখন ফিরে যায় তখুন ফিরা বোঝে তাঁর এক বিশাল ক্ষতি হয়ে গেছে। না ঘর ভেঙে চুরমার করেছে সে তো ক্ষতি তাঁর থেকে বড়ো ক্ষতি ১৫ কিলো চাল খেয়েছিল হাতি। চালের পাত্রে রাখা ছিল ফিরা ওঁরাওয়ের ব্যাঙ্কের পাসবই, আধার কার্ড চালের সাথে এই দুটো জিনিস ও হাতি খেয়ে ফেলেছে।

No comments