Header Ads

পুরভোটের আগে জেলাশাসকদের কাছে সরকারি প্রকল্প নিয়ে বিস্তারিত রিপোর্ট চাইল নবান্ন

নজরবন্দি ব্যুরোঃ সামনেই পুরভোট। আর এই ভোটে সব শক্তি দিয়েই নিজেদের অবস্থান ধরে রাখতে মরিয়া রাজ্যের শাসকদল তৃণমূল। ভোটকে মাথায় রেখেই নয়া নির্দেশ জারি করল নবান্ন। জেলাগুলিতে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের কাজ কতটা বাস্তবায়িত হয়েছে তা বিষদে জানাতে হবে প্রত্যেক জেলার জেলাশাসকদের। পুরো কাজের খতিয়ান নির্দিষ্ট প্যাটান মেনে তৈরি করে নবান্নে জমা দিতে হবে। এমনটাই জানিয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তর। ইতিমধ্যেই প্রত্যেক জেলা শাসককের কাছে নবান্ন থেকে নির্দেশিকা পাঠানো হয়েছে। জমা বাস্তবায়িত সরকারি প্রকল্পের খতিয়ান জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। প্রকল্প নিয়ে এলাকারত মানুষের কোন অভিযোগ থাকলে সেটিও জানাতে হবে জেলা শাসকদের। ক্ষোভ সূত্রের খবর এমাসের মধ্যেই প্রত্যেক জেলা শাসককে এই রিপোর্ট মুখ্যমন্ত্রীর দফতরে জমা দিতে হবে। প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায় অধিকাংশ জনসভাতে মানুষের সামনে তুলে ধরেন নিজের তৈরি একাধিক প্রকল্পের সুবিধার কথা। সেই প্রকল্পের মাধ্যমে মানুষ আগের থেকে কতটা ভাল রয়েছে এ রাজ্যে তা বঝাতেই সরকারি প্রকল্পের কথা তুলে ধরেন তিনি। পুরভোটের আগেও ভরসা সেই সামাজিক উন্নয়নমূলক প্রকল্পগুলিই। জেলা শাসকরা কাজের পূর্ণাঙ্গ ফাইল জমা দিলে তা দিয়ে পুস্তিকা প্রকাশ করা হবে। সেই পুস্তকাতেই ধরা থাকবে উন্নয়নের কাজ। আগামী ভোট প্রচারে সেই পুস্তকাই হতে চলেছে তৃনমূলের মূল হাতিয়ার।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.