Header Ads

হ্যাট্রিকের পথে অরবিন্দ, জয়ের আনন্দে ভুললেন না দূষণকে। কর্মীদের দিলেন বিশেষ বার্তা

নজরবন্দি ব্যুরোঃ হ্যাট্রিকের পথে অরবিন্দ কেজরিওয়াল। সকালে ভোট গণনা শুরুর আধঘণ্টা পরই বোঝা যাচ্ছিল দিল্লির বিধানসভা ফলের ট্রেন্ড। সমীক্ষাকে সত্য করে অনায়াসে হ্যাটট্রিক পূরণের পথে এগোচ্ছে আম আদমি পার্টি। তৃতীয়বার কেজরির সরকার গড়ে উঠবে বুঝতে পেরে ইতিমধ্যেই উত্সবের মেজাজে মেতেছেন আপ কর্মী-সমর্থকরা। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী দিল্লির ৭০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৫৮টি আসনে এগিয়ে রয়েেছন আপ প্রার্থীরা। এমনকী প্রায় সবকটি সংরক্ষিত আসনই দখলের পথে আপ। হিন্দুত্বের রাজনীতি ফাটল ধরাতে পারল না আপের সর্বধর্ম সমন্বয়ের রাজনীতিতে।

 কেজরিওয়াল দেখিয়ে দিলেন উন্নয়নই আসল অস্ত্র ক্ষমতা ধরে রাখার।কিন্তু এই জয়ের আনন্দে আপ এর সমর্থক ও কর্মীরা যাতে পরিবেষকে ভুলে না যান তার জন্য এক বার্তা দিয়েছেন কেজরিওয়াল। দিল্লির দূষণ দেশের মধ্যে সবচেয়ে বেশি। এবং এটা এক বর সমস্যায় পরিণত হতে যাচ্ছে দিনদিন। সে কথা মাথায় রেখেই কর্মীদের বাজি ফাটাতে নিষেধ করলেন কেজরিওয়াল। তিনি বলেছেন জয়ের আনন্দ করুন কিন্তু তা বাজি ফাটিয়ে পরিবেশ দূষণ করে না। রাজ্যের জনগণ আমাদের ভোটে জিতিয়েছেন আমাদের তাঁদের প্রতি যত্নবান হওয়া উচিৎ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.