Header Ads

অন্যায় করলে টেনে চড় দেব ! কর্মীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

নজরবন্দি ব্যুরো:মুখ্যমন্ত্রী তথা তৃণমূল-নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিতর্কিত কথা বলে বহু বার সমালোচনার মুখে পড়েছেন। এবারও ফের একবার বিতর্কিত কথা বললেন নেত্রী।
তিনি বলেন, ভাল কাজ করলে তাঁকে ভালবাসব, অন্যায় করলে টেনে দেব চড়। কৃষ্ণনগরের জনসভা থেকে দলীয় কর্মীদের উদ্দেশে এমন বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়," ভালো কাজ করলে ভালবাসব, তাঁকে পুজো করব, দেব দোয়া, আশিস। আর অন্যায় করলে টেনে দুটো চড় দেব।" অন্যায় কাজ থেকে দূরে থাকাতে দলীয় নেতা-কর্মীদের সতর্ক করেন মুখ্যমন্ত্রী।
তাঁর বার্তা,"অন্যায় কাজের খবর শুনলে সঙ্গে সঙ্গে তদন্ত হবে।" ওই সভা থেকে বিজেপিকেও আক্রমণ করতে ভোলেন নি মুখ্যমন্ত্রী। বিজেপি তাঁর দলের নেতা-কর্মীদের নামে অপপ্রচার ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.