Header Ads

চাপের কাছে নতিস্বীকার; শাহিনবাগে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে কেন্দ্র।

নজরবন্দি ব্যুরোঃ সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে দেশ জুড়েই তৈরি হয় উত্তাল পরিস্থিতি। সিএএ,এনআরসি ও এনপিআরের প্রতিবাদে দিল্লির শাহিনবাগে চলা আন্দোলন বিশালাকার ধারন করে। আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে পড়ে এবার মাথা নোয়াতে বাধ্যহল কেন্দ্র সরকার। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে শাহিনবাগের আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহী কেন্দ্রের বিজেপি সরকার। সংবাদ মাধ্যমের সামনে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

উল্লেখ্য প্রায় দু মাস ধরে শীত উপেক্ষা করেও চলছে সিএএ বিরোধী আন্দোলন। প্রকাশ্য জনসভায় শাহিনবাগ নিয়ে একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির হেভিওয়েট নেতারা। আক্রমণ করতে ছাড়েন নি বিজেপির নিচুতলার নেতারাও৷ খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির একটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে এসে বলেছিলেন "বিজেপিকে ভোট দিলে দিল্লি থেকে শাহীনবাগ হটিয়ে দেব"।
শুধুকি এই! অমিত শাহর পদাঙ্ক অনুসরণ করেই দলের অন্য নেতারাও শাহিনবাগকে কটাক্ষ করেছেন। কেউ বলেছেন কুকুরের মত গুলি করে মারা উচিত আন্দোলনকারীদের। কেউ আবার শাহিনবাগে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু তাতে একদমই আন্দোলন বন্ধ হয় নি। বরং আন্দোলন আরও বেড়েছে। আর তাই বাধ্যহয়েই শাহিনবাগের আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসতে চাইছে বিজেপি সরকার।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.