এইবার বিগ বস জিতলেন সিদ্ধর্থ শুক্লা
নজরবন্দি ব্যুরোঃ অপেক্ষার অবসান ঘটলো বিগ বস ১৩ জিতে বিলেনসিদ্ধাত শুক্লা। বিগ বস এমন একটি শো যা আগাগোড়াই দর্শকরা পছন্দ করেছে।দেখতে এইবারে বিগ বসের শিজেন ছিল ১৩।এইবার বিগ বস ১৩ এর টিআরপি ছিল সবথেকে ওপরে।বিগ বস ১৩ এইবার এতোটাই জনপ্রিয় হয়েছিল যে সাধারন বিগ বসের সময়সীমা থাকে ৩ মাস এইবার দর্শকের চাহিদা ও জনপ্রিয়তার কারনে সেই সময়সীমা করে দেওয়া হয় ৪ মাসে।
চার মাস অঅতিক্রম করে অবশেষে ফিনালেতে পৌঁছেছিলেন যে ছয় জন সদস্য তারা হলেন আসিম রিয়াজ, সিদ্ধার্থ শুক্লা,রাশমী দেশাই, আরতি সিং,শেহেনাজ গিল ও পারাশ ছাবরা।ফিনালের রাতে এসে শো এর শেষ প্রান্তে ঘর থেকে বেড়োর প্রথমে পারাশ তারপর আরতি তার পর রাশমী। এবং তার পরে শেহেনাজ। ঘরে থাকেন আসিম ও সিদ্ধার্থ।সিদ্ধার্থ টেলিভিশানের একটি খুবই জনপ্রিয় মুখ। অন্যদিকে আসিম অতোটা জনপ্রিয় নয়।সিদ্ধার্থের ভক্তের সংখ্যা ও প্রচুর।বিগ বস ১৩ এ সিদ্ধার্থ ও আসিম এর সম্পর্ক ছিল অন্যরকম।শো এর প্রথমে তৈরি হয়েছিল বন্ধুত্ব।ছিলেন দুজনে দুই ভাই এর মত। পরবর্তীকালে আত্মসম্মানে জন্য এই বন্ধুত্ব পরিনত হয় শত্রুতায়।সিদ্ধার্থ আসিমের মারামারি ঝগড়া অন্য পর্যায় নিয়ে গেছিল বিগ বস ১৩ কে। কিন্তু সবাই কে হারিয়ে এইবার বিগ বস ১৩ জিতে নিলেন সিদ্ধার্থ শুক্লা।
চার মাস অঅতিক্রম করে অবশেষে ফিনালেতে পৌঁছেছিলেন যে ছয় জন সদস্য তারা হলেন আসিম রিয়াজ, সিদ্ধার্থ শুক্লা,রাশমী দেশাই, আরতি সিং,শেহেনাজ গিল ও পারাশ ছাবরা।ফিনালের রাতে এসে শো এর শেষ প্রান্তে ঘর থেকে বেড়োর প্রথমে পারাশ তারপর আরতি তার পর রাশমী। এবং তার পরে শেহেনাজ। ঘরে থাকেন আসিম ও সিদ্ধার্থ।সিদ্ধার্থ টেলিভিশানের একটি খুবই জনপ্রিয় মুখ। অন্যদিকে আসিম অতোটা জনপ্রিয় নয়।সিদ্ধার্থের ভক্তের সংখ্যা ও প্রচুর।বিগ বস ১৩ এ সিদ্ধার্থ ও আসিম এর সম্পর্ক ছিল অন্যরকম।শো এর প্রথমে তৈরি হয়েছিল বন্ধুত্ব।ছিলেন দুজনে দুই ভাই এর মত। পরবর্তীকালে আত্মসম্মানে জন্য এই বন্ধুত্ব পরিনত হয় শত্রুতায়।সিদ্ধার্থ আসিমের মারামারি ঝগড়া অন্য পর্যায় নিয়ে গেছিল বিগ বস ১৩ কে। কিন্তু সবাই কে হারিয়ে এইবার বিগ বস ১৩ জিতে নিলেন সিদ্ধার্থ শুক্লা।

No comments