Header Ads

ভোটের প্রচারে 'গোলি মারো' বলা উচিত হয়নি, আক্ষেপের সুরে জানালেন অমিত শাহ

নজরবন্দি ব্যুরো: দিল্লিতে জয়ের পর থেকেই রীতিমত ত্রস্ত বিজেপি। দলের হার স্বীকার করে নিয়ে আগেই টুইট করতে দেখা গিয়েছে দলের একাধিক নেতা নেত্রীকে। দেরিতে হলেও ফলাফল নিয়ে মুখ খুলেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এবার দলের ব্যর্থতার কথা নিজের মুখেই স্বীকার করে নিলেন খোদ অমিত শাহ।
কেন দিল্লিতে ভরাডুবি হল বিজেপির? তা নিয়ে ইতিমধ্যেই দলের অন্দরে পর্যালোচনা শুরু হয়। অমিত শাহের অভিমত বিজেপি নেতারা হিংসাত্মক শ্লোগান দিয়ে ভুল করেছেন। এইসব স্লোগানের কোন দায় নেই দলের। উল্লেখ্য ভোটের প্রচারে লাগাতার শাহিনবাগ নিয়ে বিরোধী আন্দোলনকে নিশানা করতে দেখা গিয়েছিল বিজেপি নেতাদের।
সভা মঞ্চ থেকেই ‘গোলি মারো’র মত হিংসাত্বক ভাষণ দিতে শোনা যায়। আর সেই কারণেই দিল্লি ভোটে বিজেপির পরাজয় বলে মনে করছে দলের শীর্ষ নেতৃত্ব। সেই কথাই ফুটে উঠল অমিত শাহের এহেন মন্তব্যে। এছাড়াও অমিত শাহকে আক্ষেপ করে বলতে শোনা যায় “বিজেপি হারা জেতার জন্য নির্বাচনে দাঁড়ায় না। তাদের একমাত্র উদ্দেশ্য ভোটের মাধ্যমে নিজেদের মতবাদকে আরো ছড়িয়ে দেওয়া।”
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.