Header Ads

এখনই বর্ধিত পেনশন পাবেন না শিক্ষক সহ সমস্ত কর্মচারীরা, শুরু বিতর্ক

নজরবন্দি ব্যুরো: ফের বঞ্চিত হতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। জানুয়ারির মতো ফেব্রুয়ারি মাসের বর্ধিত পেনশন থেকেও এবার বঞ্চিত হতে চলেছেন রাজ্যের কয়েক লক্ষ অবসরপ্রাপ্ত স্কুল-কলেজের শিক্ষক-অশিক্ষক, পুরসভা এবং পঞ্চায়েতের কর্মী। বহু বিতর্কের পরে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে এই রাজ্যে  ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে।
আর সেই কারণে ফেব্রুয়ারির গোড়াতেই সরকারি কর্মচারীদের বর্ধিত পেনশন হাতে পাওয়ার কথা ছিল। কিন্তু স্কুল শিক্ষা, উচ্চ শিক্ষা, পুর এবং পঞ্চায়েত দফতরের গাফিলতিতে এ সংক্রান্ত প্রশাসনিক বিজ্ঞপ্তি জারি জারি হয়নি। যার ফলে সংশ্লিষ্ট বিভাগের অবসরপ্রাপ্তরা ফেব্রুয়ারিতে বর্ধিত পেনশন পাননি। ফেব্রুয়ারি মাসের বর্ধিত পেনশন যা মার্চের মাস পয়লায় হাতে পাওয়ার কথা ছিল, তা থেকেও এবার বঞ্চিত হতে চলেছেন কয়েক লক্ষ বৃদ্ধ-অশক্ত অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। এই বিরাট সংখ্যক পেনশনভোগী তাঁদের বকেয়া টাকা হাতে পাবেন , তা নিশ্চিত করে বলতে পারছেন না প্রশাসনিক কর্তারা।
যা নিয়ে সংশ্লিষ্ট মহলে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ।
এই প্রসঙ্গে রাজ্য অর্থ দফতরের কর্তাদের বক্তব্য, রাজ্য সরকার চলতি বাজেটে অবসরপ্রাপ্তদের কথা মাথায় রেখেই পেনশন খাতে গতবারের তুলনায় প্রায় দু-হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করেছে। এর থেকে পরিষ্কার পেনশনভোগীদের হকের বর্ধিত অর্থ দিতে রাজ্য সরকারের সদিচ্ছার কোনও অভাব নেই। কিন্তু কয়েকটি দফতরের আমলাদের কাজে ঢিলেমি ও উদাসীনতার খেসারত দিতে হচ্ছে রাজ্যের কয়েক লক্ষ পেনশনভোগীকে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.