Header Ads

ডিফেন্স উইপন সিস্টেম বিক্রি করে ভারতের পাশে থাকতে চান ট্রাম্প

নজরবন্দি ব্যুরোঃ এমাসের প্রায় শেষ নাগাদ ভারত সফরে আসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই সফরের আগেই ভারতের জন্য বড় সিদ্ধান্ত নিল আমেরিকা। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতেই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে চাইছে হোয়াইট হাউস। কিন্তু ভারতের জন্য কি বড়সড় সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প?
সূত্রের খবর, আকাশ পথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ভারতকে 'ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স উইপন সিস্টেম'(IADWS) বিক্রির সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। এই সিস্টেমটি কিনতে খরচ হবে ভারতীয় মুদ্রায় প্রায় ১৩৫ বিলিয়ন টাকা। সোমবার মার্কিন প্রতিরক্ষা সহযোগী সংস্থাকে ভারতের কাছে এই সিস্টেম বিক্রির নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
উল্লেখ্য, এই সিস্টেম ভারতের হাতে থাকলে বায়ু পথে নিরাপওা ব্যবস্থা আরও জোরদার হবে। শুধু তাই নয় এই সিস্টেম হাতে এলে ভারত বন্ধু দেশের নিরাপত্তার ক্ষেত্রেও এই সিস্টেম দিয়ে সাহায্য করতে পারবে। এবছরে প্রথমবার ভারতে আসার আগে ট্রাম্পের এই নয়া সিদ্ধান্তে ভারত-আমেরিকা সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.