Header Ads

বকেয়া ৬৭ হাজার, মায়াবতীর বাড়ির লাইন কেটে দিল বিদ্যুত্ দপ্তর

নজরবন্দি ব্যুরোঃ বিদ্যুত্ চলে গেলে ঠিক কেমন লাগে তা হাড়েহাড়ে টের পাচ্ছেন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী। কিন্তু ভাবছেন কেন এই কথা বলছি? আসলে এখন তাঁর বাড়িতে বিদ্যুৎ নেই। তাঁর কারন রাজ্য বিদ্যুৎ দফতর বাড়ি এসে লাইন কেটে দিয়ে গিয়েছে। কারন দীর্ঘ দিন বাড়ির বিদ্যুত্ বিল মেটাননি বিএসপি নেত্রী। যার বকেয়া হয়েছে ৬৭ হাজার টাকা। এই বিষয়ে বিদ্যুত্ দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, দিনের পর দিন বিল মেটানো হয়নি। তাই নিয়ম মেনেই ওই বাড়ির বিদ্যুত্ সংযোগ কেটে দেওয়া হয়েছে।
 বুধবার সকালে লোডশেডিং দেখে মাথায় হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর। খোঁজ নিয়ে জানতে পারেন এই কাণ্ড। তারপরই তড়িঘড়ি ৫০ হাজার টাকা জমা করান মায়াবতী। ঘণ্টাখানেকের মধ্যেই ফের আলোর মুখ দেখতে পান, স্বস্তির নিঃশ্বাস ফেলেন। বিরোধীরা এই নিয়ে রাজনীতির অভিযোগ তুললেও বিদ্যুত্ দপ্তরের এক আধিকারিক সেই কথা অস্বীকার করেন। তিনি জানান, যেখানে যেখানে বিল বকেয়া রয়েছে আমরা সাপ্লাই কেটে দিচ্ছি। এটাও একই ধরনের ঘটনা ছিল। টাকা মেটাতেই আবার লাইন চালু করা হয়েছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.