Header Ads

সোশ্যাল মিডিয়া নিয়ে নতুন আইন আনছে সরকার, আপনার গোপনীয় তথ্য কেন্দ্রের হাতে চলে যাবার আশঙ্কা।

নজরবন্দি ব্যুরোঃ সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর, শিশু পর্নোগ্রাফি, বর্ণবিদ্বেষী আচরণ, সন্ত্রাসমূলক পোস্ট দিনদিন বাড়ছে। তাই কেন্দ্র চাইছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের যাবতীয় তথ্য নিজেদের কাছে রাখতে। আর এখানেই তৈরি হয়ে সমস্যা। ভারতে প্রায় ৪০ থেকে ৪২ কোটি লোক ফেসবুক, টুইটার, ইউটিউব, হোয়াটস অ্যাপ বা টিকটক ব্যবহার করেন। বিশেষজ্ঞরা মনে করছেন সরকারের এই নতুন আইনের জন্য জনগণের গোপনীয় তথ্য এবার চলে যেতে পারে কেন্দ্রের হাতে।

 ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি দপ্তর চলতি মাসের শেষেই নতুন নির্দেশিকা জারি করতে চলেছে। যদিও সেখানে এই নিয়মে কী কী পরিবর্তন করা হবে তা এখনও জানা যায়নি। তথ্যপ্রযুক্তি দপ্তরের মিডিয়া ম্যানেজার এন এন কল বলেছেন, 'সোশ্যাল মিডিয়া সংস্থাগুলির জন্য নতুন নিয়ম তৈরি করা হচ্ছে। নতুন কোনও নির্দেশাবলী থাকবে কিনা তা বলা সম্ভব নয় এখনই।'
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.