অনুমতি ছাড়াই জোর করে চুম্বন করেন,এবার কমল হাসানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ
নজরবন্দি ব্যুরো :বড়পর্দায় চুম্বন দৃশ্য বর্তমানে খুবই স্বাভাবিক। কিন্তু সেই চুম্বন দৃশ্য শ্যুট হয় অভিনেতা অভিনেত্রীর অনুমতি নিয়ে। কিন্তু অভিনেত্রীর অনুমতি না নিয়ে চুম্বন করা হয়েছিল তাঁকে।আর এই জোর করে চুম্বন করেন খ্যাতনামা অভিনেতা কমল হাসান। আর সেই অভিনেত্রী হলেন দক্ষিণী অভিনেত্রী রেখা। এই কথা সামনে আসতেই শুরু হয় জোর জল্পনা।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি এই কথা জানান। তিনি বলেন,পুন্নাগাই মান্নান ছবির শুটিং এ কমল হাসেন তাঁকে জোর করে চুম্বন করেন। এই চুম্বনের ব্যপারে অভিনেত্রী কে আগে থেকে কিছু জানানো হয়নি। পুন্নাগাই মান্নান-এর পরিচালনা করেছিলেন বালাচন্দ্র এবং কমল হাসান।অভিনেত্রী না জানলেও পরিচালক ও অভিনেতা জানতেন এই ব্যাপারে। কিন্তু তাঁর অনুমতি না নিয়ে তাঁকে কি ভাবে চুম্বন করেন অভিনেতা এই নিয়ে প্রশ্ন তোলেন অভিনেত্রী। এই ছবির শুটিং করার সময়ে অভিনেত্রীর বয়স মাত্র ১৬ বছর।ফলে এই দৃশ্য শ্যুট হওয়ার পরে লজ্জায় মাথা নিচু হয়ে যায় তাঁর। তিনি ভাবতে থাকেন পর্দায় মেয়ের চুম্বন দৃশ্য দেখে বাবা কি বলবেন?এবং তিনি আরো জানান এই ঘটনার পর একবারও পরিচালক বালাচন্দ্র ও কমল হাসান তাঁর কাছে ক্ষমা চায়নি। এমনকি ওই ছবি সুপার হিট হওয়ার পরেও তাঁর নাম উল্লেখ্য করা হয়নি একবারও। এই রকম কথা সামনে আসতেই শুরু হয় জোর আলোড়ন। নেটস্যাভির জানান, কমল হাসানকে এবার প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তাঁর কাছে। যদিও এই বিষয় নিয়ে মুখ খোলেননি কমল হাসান। রেখার সাক্ষাৎকারের ভিডিও দেখতে হলে নিচের লিঙ্কটিতে ক্লিক করুন।
https://twitter.com/Sangeethoffcl/status/1231507632881651714
সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি এই কথা জানান। তিনি বলেন,পুন্নাগাই মান্নান ছবির শুটিং এ কমল হাসেন তাঁকে জোর করে চুম্বন করেন। এই চুম্বনের ব্যপারে অভিনেত্রী কে আগে থেকে কিছু জানানো হয়নি। পুন্নাগাই মান্নান-এর পরিচালনা করেছিলেন বালাচন্দ্র এবং কমল হাসান।অভিনেত্রী না জানলেও পরিচালক ও অভিনেতা জানতেন এই ব্যাপারে। কিন্তু তাঁর অনুমতি না নিয়ে তাঁকে কি ভাবে চুম্বন করেন অভিনেতা এই নিয়ে প্রশ্ন তোলেন অভিনেত্রী। এই ছবির শুটিং করার সময়ে অভিনেত্রীর বয়স মাত্র ১৬ বছর।ফলে এই দৃশ্য শ্যুট হওয়ার পরে লজ্জায় মাথা নিচু হয়ে যায় তাঁর। তিনি ভাবতে থাকেন পর্দায় মেয়ের চুম্বন দৃশ্য দেখে বাবা কি বলবেন?এবং তিনি আরো জানান এই ঘটনার পর একবারও পরিচালক বালাচন্দ্র ও কমল হাসান তাঁর কাছে ক্ষমা চায়নি। এমনকি ওই ছবি সুপার হিট হওয়ার পরেও তাঁর নাম উল্লেখ্য করা হয়নি একবারও। এই রকম কথা সামনে আসতেই শুরু হয় জোর আলোড়ন। নেটস্যাভির জানান, কমল হাসানকে এবার প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তাঁর কাছে। যদিও এই বিষয় নিয়ে মুখ খোলেননি কমল হাসান। রেখার সাক্ষাৎকারের ভিডিও দেখতে হলে নিচের লিঙ্কটিতে ক্লিক করুন।
https://twitter.com/Sangeethoffcl/status/1231507632881651714

No comments