Header Ads

আরও এক ধর্ষকের বিচার হল। মুজফ্ফরপুরের হোমে কিশোরীদের ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ব্রজেশ ঠাকুরের।

নজরবন্দি ব্যুরোঃ মুজফ্ফরপুরের একটি হোমে কিশোরীদের শারীরিক নিগ্রহ ও ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হল মূল অভিযুক্ত ব্রজেশ ঠাকুরের। দিল্লির একটি দায়রা আদালত মঙ্গলবার এই শাস্তি ঘোষণা করেছে। গত ২০ জানুয়ারির রায়ে ব্রজেশকে দোষী সাব্যস্ত করে আদালত। অতিরিক্ত দায়রা বিচারক সৌরভ কুলশ্রেষ্ঠা এই রায় ঘোষণা করেন। মুজফ্ফরপুরের হোমে একাধিক কিশোরীকে যৌন ও শারীরিক নিগ্রহের কাণ্ডের মূল দোষী হল এই ব্রজেশ।
বিহার পিপল'স পার্টির থেকে ভোটে লড়ার টিকিট পেয়েও জয়ী হতে পারেনি ব্রজেশ। তার ওপর ভারতীয় দণ্ডবিধির বহু ধারায় মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১২০-বি, ৩২৪, ৩২৩, পকসো আইনের ২১ ও ৭৫ ধারায় ব্রজেশ ঠাকুরকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ব্রজেশ ছাড়াও আরও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.