Header Ads

বচ্চনের কাছে ভিডিয়ো বার্তায় ক্ষমা চাইলেন অমর সিং, কিন্তু কেন ?

নজরবন্দি ব্যুরো :এক সময়ে খুব ভালো বন্ধু ছিলেন অমিতাভ বচ্চন ও অমর সিং। বিভিন্ন কারণে আজ সেই বন্ধুত্ব আর নেই। এরমধ্যে অমিত সিং হাসপাতালে শুয়ে একটি ভিডিয়ো আপলোড করে বলেন ,“সুপারস্টার অমিতাভ বচ্চন এবং তাঁর পরিবারের প্রতি অসভ্য আচরণের জন্য আমি অনুতপ্ত'।অমর সিং ও অমিতাভের সম্পর্ক ভাঙার বড়ো কারণ হল বিভিন্ন বিষয় নিয়ে অমর সিং বহুবার প্রকাশ্যে অমিতাভ বচ্চন ও তার পরিবার কে কটুবাক্য বলেছেন। কিন্তু তাঁর পরিবর্তে অমিতাভের কোন পাল্টা কিছু মন্তব্য করেননি।

 কিন্তু তাঁদের বন্ধুত্বের ইতি হয়েছে। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে প্রিয় বন্ধু কে ফিরে পাওয়ার জন্য অনুতপ্ত হতে দেখা গেল সমাজবাদী পার্টির দৌর্দন্ড্যপ্রতাপ নেতা অমর সিং কে। বর্তমানে অমর সিং রয়েছেন সিঙ্গাপুরের হাসপাতালে। বেশ কয়েক বছর আগে তাঁর কিডনির সমস্যা ধরা পড়ে। অসুস্থতার কারনে আজ বহুদিন তিনি রাজনীতি থেকেও দূরে বহু দিন মানুষ তাঁকে দেখেনি। অমর সিং একটি টুইট করে বিগ বি র কাছে ক্ষমা চেয়ে লিখেছেন তাঁর বাবার মৃত্যুবার্ষিকীতে অমিতাভ বচ্চন তাঁকে একটি স্মরণ বার্তা পাঠিয়েছেন।
 জীবনের শেষ প্রান্তে এসে যখন তিনি জীবন ও মৃত্যুর সাথে লড়াই করছেন তাই আজ তিনি বরো অনুতপ্ত তিনি বলেছেন বিগ বি ও তাঁর পরিবারের সাথে বাজে ব্যবহারের জন্য তিনি ক্ষমাপ্রার্থী এর পাশাপাশি তিনি ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করেন। সম্পর্ক শেষ হওয়ার আরেক কারণ হল অমর সিং যখন তিহাড় জেলে ছিলেন বচ্চন পরিবারের কেউ তাঁর সাথে দেখা করতে আসেনি। সেই কারণেও ভাঙে তাদের সম্পর্ক। এরপর কটুকথা বলা শুরু করে অমর সিং জয়া বচ্চনও সমাজবাদী পার্টিতে থাকি ও একাধিকবার অমর সিং সাথে বচসা বাধে। এমকি বচ্চন পরিবারের বৌমা ঐশ্বর্যের বিরুদ্ধেও কুরুচিকর মন্তব্য করেছিলেন অমর। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে ক্ষমা চাইছেন প্রিয় বন্ধুর কাছে।অমর সিং এর ভিডিয়ো দেখতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুন।
https://www.facebook.com/AmarSinghViews/videos/359559048260848/

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.