Header Ads

"মানুষের অন্তর্নিহিত পূর্ণতার বিকাশ ই হলো শিক্ষা"

নজরবন্দি ব্যুরো: আজ ১২ ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মদিন হিসাবে গোটা দেশজুড়ে পালন করা হচ্ছে ' যুব দিবস'। তরুণ মনীষী জন্মদিন উদযাপনে মেতে উঠেছে বেলুড় রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন। এদিন সকাল থেকে বেলুড় মঠের প্রচুর ভক্তের সমাগম। বিবেকানন্দের প্রতিকৃতি নিয়ে প্রভাতফেরি আয়োজন করা হয়েছে।
কোন পরিচয় বিবেকানন্দ তাঁর অন্য সব বিশেষণগুলো ছাপিয়ে গিয়েছিল তা বলা মুশকিল। স্বামী বিবেকানন্দ হলেন  বৈদান্তিক সন্ন্যাসী, কর্মযোগী পুরুষ তিনি রামকৃষ্ণ সংঘের প্রতিষ্ঠাতা। এমনই বহুর মধ্যে সম্ভবত তাঁর শিক্ষা ভাবনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি মানুষের অন্তরের চিরন্তন পূর্ণতার বিকাশ সাধনাকে শিক্ষা বলে মানতেন। তিনি এমন কথাও বলেছেন যে-' যা শিখতে তার মধ্যে পজিটিভ কিছু শিখবে'। শুধু বই পড়ে শিক্ষা অর্জন করলে হবেনা। যে শিক্ষায় চরিত্র গঠন হয়, মনের শক্তি বাড়ে, নিজের পায়ে দাঁড়াতে পারে, এই রকম শিক্ষা চাই। এমনি আশ্চর্য বাস্তবতা রয়ে গিয়েছে স্বামী বিবেকানন্দের শিক্ষা ভাবনায়। যেমন গীতা পাঠ ফুটবল খেলার প্রসঙ্গ, খালি পেটে ধর্ম হয় না, আমি আহারে সমর্থন। স্বামীজি সেই অর্থে সাহিত্যিক ছিলেন না। কিন্তু বাংলা ভাষাকে একটা পরিশীলিত রুপদানে তাঁর অবদান অসীম। বাংলা গদ্যের গতিরুপ নির্মাণ করেছেন তিনি। তাঁর কিছু প্রবন্ধ গ্রন্থ যেভাবে তিনি বাংলাভাষাকে ব্যবহার করেছেন, তাতে বলাই যায় বাংলা ভাষার আধুনীকরণ তারই সৃষ্টি।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.