Header Ads

পুরভোটের লড়াইয়ে শোভনকেই মুখ করতে চাইছে বিজেপি

নজরবন্দি ব্যুরোঃ আগেই বিজেপি ছেড়েছিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তাঁর আগে বান্ধবী বৈশাখী বিজেপি ছেড়ে ফের ফিরেছিলেন তৃনমূলে। তবে দলত্যাগী শোভন ফিরেছেন ঘরে। তবে প্রকাশ্যে আর দলের ঝাণ্ডার তলায় আসতে দেখা যায় নি। তা নিয়ে রঙ্গ-রসিকতাও করতে ছাড়েন নি অনেকেই। কিন্তু অফিসিয়ালি তিনি এখনও বিজেপিতে। বেশ কয়েকমাস কার্যত নীরব ছিলেন তিনি। রাজ্য বিজেপির তরফেও শোভনকে দলে ফিরিয়ে আনার কোন তৎপরতা দেখা যায় নি। দলের নেতাদের সঙ্গে মুখ দেখাদেখিও বন্ধ শোভনের।
শীতের মরসুমে এবার শীতঘুম কাটতে চলেছে শোভন চট্টোপাধ্যায়ের। সূত্রের খবর, সামনেই কলকাতা পুরসভার ভোট। কিন্তু মহানগরীর বুকে কাকে সামনে রেখে ভোট যুদ্ধে নামবে গেরুয়া শিবির। কলকাতার জন্য যোগ্য নেতৃত্বের খোঁজ চালাতে শুরু করে গেরুয়া শিবির। দলীয় সূত্রে খবর এবার শোভনকেই সামনে রেখে পুরভোটের ময়দানে নামতে চলেছে রাজ্য বিজেপি। তবে এ বিষয়ে শোভন চট্টোপাধ্যায়ের কোন স্পষ্ট প্রতিক্রিয়া মেলেনি। আগামী দিনে আবার গেরুয়া ঝান্ডার তলায় তিনি আসেন কিনা সেটাই এখন দেখার। শোভনকে যে দলে ফেরানোর জন্য তড়িঘড়ি উদ্যোগ নেওয়া হয়েছে তা বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষের কথাতেই পরিষ্কার।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.