Header Ads

ব্রিটিশ জামানার গদ্দাররা আজাদি শব্দের মানে বোঝে না, কেন্দ্রকে তোপ সেলিমের

নজরবন্দি ব্যুরোঃ নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিনে কেন্দ্র সরকারকে কড়া ভাষায় সমালোচনা করলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। এদিন সুভাষচন্দ্রের জন্মদিন উপলক্ষে কলকাতায় সিপিএম আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান করে কেন্দ্র সরকারকে তোপ দেগে মহম্মদ সেলিম বলেন “ব্রিটিশ জামানার গদ্দাররা আজাদি শব্দের মানে বোঝে না। সরকারের বিরুদ্ধে কথা বললেই বলছে দেশদ্রোহী, আজাদি চাইলেই কেউ দেশদ্রোহী হয়ে যায় না’’।

]আগেই একাধিক ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন এই বাম নেতা। দেশ জুড়ে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে চলছে বিক্ষোভ। অধিকাংশ বিরোধী দলই এই আইনকে অসাংবিধানিক বলে উল্লেখ করে ব্যাপক গণআন্দোলনের ডাক দেয়। এমনকি কেন্দ্র সরকারের বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের অভিযোগ তুলে সরব হয় বিরোধীরা।
বৃহস্পতিবার কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে সিপিএম নেতা মহম্মদ সেলিম দিল্লির জেএনইউের প্রসঙ্গ টেনে বলেন “শোষণের বিরুদ্ধে আওয়াজ তোলার নাম আজাদি’’। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের আন্দোলনে ওঠা আজাদি স্লোগান কোন ভাবেই দেশদ্রোহীতা নয় বলেও জানান তিনি।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.