Header Ads

প্রানভিক্ষার আর্জি খারিজ রাষ্ট্রপতির! সুপ্রিম কোর্টে ধর্ষক মুকেশ!

নজরবন্দি ব্যুরোঃ রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আর্জি কে চ্যালেঞ্জ জানালো নির্ভয়া কান্ডের দোষী মুকেশ সিং। মুকেশ সিং ঘটনার সময়ে নাবালক ছিল। সুপ্রিম কোর্ট থেকে দোষীদের ফাঁসির সাজা শোনানো হয়। রাষ্ট্রপতি প্রানভিক্ষার আর্জিকে খারিজ করেদেন। এবার রাষ্ট্রপতির দ্বারা খারিজ করা আর্জি নিয়ে মুকেশের আইনজীবী হাজির হয়েছে সুপ্রিম কোর্টের দরজায়।
শনিবার তাঁর আইনজীবী সুপ্রিম কোর্টে আবেদন জানান ফাঁসির সিদ্ধান্তের উপর পুনঃবিবেচনা করে অভিযুক্তকে জুডিশিয়াল রিভিউইয়ের অনুমতি দেওয়ার জন্য।
তিনি জানিয়েছেন,"আর্টিকল ৩২-এর অধীনে পিটিশন দাখিল করা হয়েছে। এক্ষেত্রে ২০১৪ সালে শত্রুঘ্ন চৌহান বনাম ভারত সরকার মামলায় সুপ্রিম কোর্টের নির্ধারিত গাইডলাইন মেনে পিটিশন দাখিল করা হয়েছে।"
বাদী পক্ষের আইনজীবী জানান দীর্ঘ বছর ধরেই চলছে এই মামলা, সাথে ফাঁসির সাজা থেকে বাঁচার জন্য ধর্ষকদের নতুন নতুন ফন্দি । এবারো তাঁরা ভফাসির তারিখ পিছনোর জন্যই জেলের বিরুদ্ধে এই নতুন অভিযোগ আনছে ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.