Header Ads

পাল্টে গেছে সব, এক নজরে দেখ নিন জিওর নতুন প্ল্যান

নজরবন্দি ব্যুরো : বেশকিছু দিন ধরেই বদলেছে রিলায়েন্স জিও এর প্ল্যান ও দাম। রিলায়েন্স জিও কিছু দিন আগেই তাদের প্ল্যান ও দাম পরিবর্তন করেছেন । বেড়েছে তাদের প্ল্যানের দাম। একই সঙ্গে এয়ারটেল ,ভোডাফোন ,আইডিয়ার প্ল্যান ও পরিবর্তন হয়েছে।আসুন দেখে নেওয়া যাক রিলায়েন্স জিও এর প্ল্যানের ডিটেলস গুলি।
199 টাকার রিলায়েন্স জিও প্ল্যান - এই প্ল্যানে প্রতিদিন 1.5 GB ডাটা দেওয়া হচ্ছে। জিও টু জিও আনলিমিটেড কল। জিও থেকে অন্য অপারেটরে কল 1০০০ মিনিট করা যাবে। 28 দিনে বৈধতা পূর্ণ এই প্ল্যান। 249 টাকার রিলায়েওন্স জিও প্ল্যান -এই প্ল্যানে পাওয়া যাবে প্রতিদিন 2GB ডাটা। আনলিমিটেড কল। জিও থেকে অন্য অপারেটরে কল 2000 মিটার। 28 দিনে বৈধতা পূর্ণ এই প্ল্যান। 349 টাকার রিলায়েন্স জিও প্ল্যান - এই প্ল্যানে পাওয়া যাবে আনলিমিটেড কল।আর প্রিতিদিন 3GB ডাটা। জিও থেকে অন্য অপারেটরে কল 3000 মিটারের অফার। 28 দিনে বৈধতা পূর্ণ এই প্ল্যান।399 টাকার রিলায়েন্স জিও প্ল্যান - প্রতিদিন 1.5GB ডেটা পাওয়া যাবে। জিও থেকে অন্য অপারেটরে কল 2000 মিটারের কল অফার। 56 দিনে বৈধতা পূর্ণ এই প্ল্যান।
444 টাকার রিলায়েন্স জিও প্ল্যান -এই প্ল্যানে পাওয়া যাবে আনলিমিটেড কল। প্রতিদিন 2GB ডাটা। জিও থেকে অন্য অপারেটরে কল 2000 মিটারের কল অফার। 56 দিনে বৈধতা পূর্ণ এই প্ল্যান। 555 টাকার রিলায়েন্স জিও প্ল্যান -এই প্ল্যানে পাওয়া যাবে প্রতিদিন 1.5GB ডাটা। জিও থেকে অন্য অপারেটরে কল 3000 মিটারের কল অফার।84 দিনে বৈধতা পূর্ণ এই প্ল্যান।599 টাকার রিলায়েন্স জিও প্ল্যান-এই প্ল্যানে রয়েছে আনলিমিটেড কল প্রতিদিন 2GB ডাটা। জিও থেকে অন্য অপারেটরে কল 3000 মিটারের কল অফার।2,199 টাকার রিলায়েন্স জিও প্ল্যান -প্রতিদিন 1.5GB করে ডাটা সঙ্গে আনলিমিটেড কল। জিও থেকে অন্য অপারেটরে কল 12,000 মিটারের কল অফার। এই প্ল্যানটির বৈধতা এক বছরের মানে 365 দিনের। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.