Header Ads

প্রজাতন্ত্র দিবসে জঙ্গি হামলা! পরপর বিস্ফোরণে কেঁপে উঠল আসাম।

নজরবন্দি ব্যুরোঃ আজ প্রজাতন্ত্র দিবস, আর আজকের দিনটিকেই টার্গেট করল জঙ্গিরা। সাতসকালেই পর পর বিস্ফোরণে কেপে উঠল আসাম। পরপর চারটে বিস্ফোরণে কেঁপে ওঠে ডিব্রুগড় আর চরাইদেওয়া। সকাল ৮টা ১৫ থেকে ৮টা ২৫ মিনিটের মধ্যে মাত্র ১০ মিনিটেই ঘটে ৪টি বিস্ফোরণ।
আসাম পুলিশ জানিয়েছে  চরাইদেওয়ের সোনারি থানার তেওকঘাটের কাছে একটি দোকানে প্রথম বিস্ফোরণ টি ঘটে, তারপর আরও তিনটি বিস্ফোরণ ঘটে  ডিব্রুগড়ের গ্রাহাম বাজার, এটি রোডে গুরুদ্বারের কাছে এবং দুলিয়াজান তিনিয়ালিতে।
সংবাদসংস্থা এএনআই–সূত্রে খবর, আসাম পুলিশের ডিজি ভাস্কর জ্যোতি মহন্ত জানিয়েছেন ‘"বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার কে বা কারা জড়িত, তা দ্রুত চিহ্নিত করার কাজ চলছে।" রবিবার মানুষকে প্রজাতন্ত্র দিবস পালন না করার ডাক দিয়েছিল আলফা।" এই বিস্ফোরণের পেছনে আলফার হাত রয়েছে বলে সন্দেহ আসাম পুলিশের।
তবে ভাল খবর হল এই বিস্ফোরণ গুলিতে কেউ হতাহত হননি।
গোয়েন্দা সূত্রে খবর বিস্ফোরণ ঘটানো হয়েছে গ্রেনেড ছুঁড়ে এবং টাইমার লাগানো আইডি বিস্ফোরণ ঘটিয়ে। তদন্তে নেমেছে পুলিশ।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.