ফের মিটু-এর অভিযোগ গনেশ আচার্যের বিরুদ্ধে,তোলপাড় বলিউড
নজরবন্দি ব্যুরো : ফের মিটু-এর অভিযোগ বলিউডে। এইবার এই অভিযোগ নেমে এল খ্যাতনামা ডান্স কোরিওগ্রাফার গনেশ আচার্যের বিরুদ্ধে। প্রথমে তনুশ্রী দত্ত আর এখন দিব্যা কোটিয়ান হেনস্থার অভিযোগ এনেছে ডান্স কোরিওগ্রাফার গনেশ আচার্যের বিরুদ্ধে। মুম্বাইয়ের আম্বোলি থানায় গনেশ আচার্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন দিব্যা। দিব্যা একজন ডান্স কোরিওগ্রাফার।
তেত্রিশ বছরের দিব্যা তাঁর বয়ানে বলে, গনেশ হবে থেকে ‘ভারতীয় ফিল্ম এবং টেলিভিশন কোরিওগ্রাফার অ্যাসোসিয়েশন’ এর সম্পাদক পদে নিযুক্ত হয়েছেন তবে থেকে দিব্যা কে নানা ভাবে হেনস্থা করে চলেছেন তিনি। প্রায়ই তিনি দিব্যা কে অফিসে ডেকে অশ্লীল ভিডিও দেখতে বাধ্য করেন। এই অশ্লীল ভিডিও না দেখার জন্য আপত্তি ও করেন দিব্যা। তা নিয়ে তাঁর সাথে গনেশের বচসা ও বাধে। সেই কারণেই এক লক্ষ টাকার মেম্বারশিপ চার্জ দেওয়ার পরেও অ্যাসোসিয়েশান থেকে বাতিল করে দেন দিব্যা কে। এছাড়া ও দিব্যা জানান গনেশের সাথে সম্পর্ক খারাপ হওয়ার পরে তাঁকে অন্যান্য ডান্স কোরিওগ্রাফার কাজে নিতে অস্বীকার করেন ,তাছাড়া সবাই বলছেন গনেশের সাথে সব কিছু ঠিক করে নেওয়ার জন্য।
২৬ সে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে একটি অনুষ্ঠানে দিব্যার সাথে গনেশের দেখা হয়। এবং দিব্যা গনেশের কাছে জানতে চান কেন তাকে সদস্য পদ থেকে ব্যাড দেওয়া হয়। তাতে গনেশ খুবই উত্তেজিত হয়ে পড়েন। এবং তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত দুই কোরিয়োগ্রাফার জয়শ্রী কেলকার ও প্রীতি ল্যাড কে নির্দেশ দেন দিব্যা কে বার করে দেওয়ার জন্য।তাঁর দুজনে সেখান থেকে দিব্যা কে মারতে মারতে বার করে দেন। এর পড়ি থানায় অভিযোগ করেন দিব্যা।
তেত্রিশ বছরের দিব্যা তাঁর বয়ানে বলে, গনেশ হবে থেকে ‘ভারতীয় ফিল্ম এবং টেলিভিশন কোরিওগ্রাফার অ্যাসোসিয়েশন’ এর সম্পাদক পদে নিযুক্ত হয়েছেন তবে থেকে দিব্যা কে নানা ভাবে হেনস্থা করে চলেছেন তিনি। প্রায়ই তিনি দিব্যা কে অফিসে ডেকে অশ্লীল ভিডিও দেখতে বাধ্য করেন। এই অশ্লীল ভিডিও না দেখার জন্য আপত্তি ও করেন দিব্যা। তা নিয়ে তাঁর সাথে গনেশের বচসা ও বাধে। সেই কারণেই এক লক্ষ টাকার মেম্বারশিপ চার্জ দেওয়ার পরেও অ্যাসোসিয়েশান থেকে বাতিল করে দেন দিব্যা কে। এছাড়া ও দিব্যা জানান গনেশের সাথে সম্পর্ক খারাপ হওয়ার পরে তাঁকে অন্যান্য ডান্স কোরিওগ্রাফার কাজে নিতে অস্বীকার করেন ,তাছাড়া সবাই বলছেন গনেশের সাথে সব কিছু ঠিক করে নেওয়ার জন্য।

No comments