Header Ads

নেতাজীর হাতে বিজেপির পতাকা। তীব্র নিন্দা করলেন নেতাজির ভাইপো চন্দ্র কুমার বসু। দল ছাড়ার ইঙ্গিত।

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে দেখা যায় কৃষ্ণনগরে নেতাজির একটি মূর্তির হাতে ধরিয়ে দেওয়া হয়েছে বিজেপির পতাকা। সোশ্যাল মিডিয়ায় ছবিটি ভাইরাল হতেই; নেটিজেনরা ঘটনার তীব্র নিন্দায় সামিল হন।বিষয়টি জানতে পেরে প্রচণ্ড অসন্তুষ্ট হন নেতাজির ভাইপো ও বঙ্গ বিজেপির সহ-সভাপতি চন্দ্র কুমার বসুও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘নেতাজি সুভাষচ্ন্দ্র বসু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও তিনি রাজনীতির অনেক ঊর্দ্ধে। আমি মনে করি আজকের কোনও রাজনৈতিক দলই নেতাজিকে নিজেদের বলে দাবি করতে পারে না। কেউই তাঁর মূর্তির হাতে একটি দলের পতাকা ধরিয়ে দিয়ে তাঁর ওপর অধিকার দেখাতে পারে না।
 এটা খুবই দুর্ভাগ্যজনক। আমি এর তীব্র নিন্দা করি। আমার মনে হয় রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষের খুব তাড়াতাড়ি এই বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত’। এর আগে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মুখ খুলেছিলেন তিনি যা নিয়ে বঙ্গ বিজেপিতে শুরু হয়েছিল বিতর্ক। এর পর তিনি এই আইন নিয়ে নিজের যুক্তি দিয়েছিলেন তিনি এবং বলেছিলেন এই আইন থকে ধর্মের ব্যাপারটা না তুলে নিলে বিজেপিতে থাকার বিষয়ে নতুন করে চিন্তাভাবনা করতে হবে তাঁকে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.