Header Ads

প্যারোলে মুক্তি পেয়ে পালাতে গিয়ে গ্রফতার মুম্বই হামলার অন্যতম পাণ্ডা ডক্টর বম্ব

নজরবন্দি ব্যুরোঃ ৯৩ মুম্বই হামলার অন্যতম চক্রি ছিল ৬৮ বছরের জলিস আনসারি ওরফে ডক্টর বম্ব। আর বেশ কিছুদিন আগে থেকেই রহস্যজনক ভাবে গায়েব হয়ে যায় সে। তদন্তকারী আধিকারিকরা হন্যে হয়ে খুঁজলেও কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। মহারাষ্ট্রে প্যারোলে ছাড়া পেয়েই গায়েব হয়ে গিয়ে ছিল আনসারি। তদন্তকারী আধিকারিকরা কার্যত নাস্তানাবুধ হচ্ছিলেন। কিন্তু শেষমেশ সাফল্য পেলেন আধিকারিকরা। উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হল মুম্বই হামলার কুখ্যাত দুষ্কৃতী আনসারিকে। তার গায়েব হওয়ার পরই চাপে পড়তে হয় মহারাষ্ট্র সরকারকে। হামলার তদন্ত শুরু করেছিল সে রাজ্যের অ্যান্টি টেরর স্কোয়াড।
গোটা রাজ্য চোষে কথাও খোঁজ মেলেনি আনসারির। গোয়েন্দাদের চাপ ক্রমশ বাড়তে থাকে। এরমাঝেই উত্তরপ্রদেশের কানপুর থেকে আনসারিকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স। কানপুরের একটি মসজিদ থেকে স্টেশনের দিকে যাচ্ছিল আনসারি। সেই সময়ই তাকে হাতেনাতে ধরে ফেলেন তদন্তকারী অফিসাররা। সূত্রের খবর, প্যারোলে মুক্তি পাওয়ার পর দেশের বাইরে পালিয়ে যাওয়ার ছক কষেছিল আনসারি। কিন্তু শুক্রবার প্যারোলের মেয়াদ শেষ হওয়ার আগেই পালাতে মরিয়া হয়ে উঠেছিল সে। কিন্তু সব পরিকল্পনা বাঞ্চাল হয়ে যায়।
প্রসঙ্গত উল্লেখ্য জলিস আনসারি ওরফে ডক্টর বম্ব ভারতের একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত ছিল। নিজে হাতেই বোমা বানাতে পারত। দেশের বহু বোমা বিস্মরণে মুল দায়িত্বে ছিল সে। উত্তরপ্রদেশের কবিরনগর জেলার বাসিন্দা আনসারি। এক সময় পেশায় চিকিৎসক ছিল সে। কিন্তু শুধু ৯৩ নয় ২০০৮-এর মুম্বই হামলাতেও তার নাম উঠে আসে। এরমাঝে একদিনের মধ্যেই কানপুরে গ্রেফতার করা হয় তাকে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.