Header Ads

জানুয়ারী মাসেই রাজ্যে আসতে চলছে সিএএ বিরোধী প্রস্তাব

নজরবন্দি ব্যুরোঃ নাগরিকত্ব আইন নিয়ে গোটা দেশ যখন উত্তাল, অবিজেপি প্রতিটি রাজ্য এই আইনের বিরোধিতা করে চলেছে তাঁদের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে। তিনি এই আইনের বিরোধিতা করে রাস্তায় নেমেছেন।
ঠিক সেই সময়ে বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী বিধানসভা ভবনে এক সাংবাদিক সম্মেলনে TMC – কে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, এই রাজ্যে তৃণমূল বিজেপির জুতোয় পা গলিয়েছে। সুজন বাবু সরাসরি মুখ্যমন্ত্রী কে প্রশ্ন করেন, কেন তিনি প্রধান মন্ত্রী রাজ্যে আসার আগে সিএএ বিরোধী প্রস্তাব বিধানসভায় নিলেন না।
তিনি আরও বলেন ৯ই জানুয়ারী বিধানসভার অধ্যক্ষ জানিয়েদেন এনআরসি ও এনপিআর নিয়ে কোন আলচনা বিধানসভায় হবে না। কিন্তু প্রধানমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের আগেই বাম ও কংগ্রেস এই প্রস্তাব দিয়েছিল। বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে এই দুটি বিষয়ের বিরুদ্ধে প্রস্তাব আনা হোক। কিন্তু এখন সেই রাস্তায় হাটচ্ছে সরকার সিএএ বিরোধি প্রস্তাব আনার জন্য। আগামি ২৭শে জানুয়া্রী সিএএ বিরোধি প্রস্তাব আনা হবে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.