Header Ads

'কলকাতার গান -কলকাতার প্রাণ' এই উক্তি আর শোনা যাবে না ,বন্ধ হয়ে যাচ্ছে আমার 106.2 FM

নজরবন্দি ব্যুরো : 'কলকাতার গান -কলকাতার প্রাণ' এই পরিচিত উক্তিটি আর শোনা যাবে না। বন্ধ হয়ে যাচ্ছে কলকাতার অতি পরিচিত বাংলা গানের ঠিকানা আমার 106.2 FM। এই FM এর কর্মীরা জানান তাদের বিনা নোটিশেই বন্ধ করে দেওয়া হচ্ছে এই FM। যার ফলে এক রাতের মধ্যেই বহু কর্মী কর্মহীন হয়ে পড়েন। কিন্তু আমার এফএমের পরিচালনায় থাকা হিটস এফএম রেডিও ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং মার্কেটিংয়ের দায়িত্বে থাকা এয়ারটাইম মার্কেটিং অ্যান্ড সেলস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের (AMSI রেডিও) আধিকারিক বলছেন অন্য কথা।

 তিনি জানান ২৫ তারিখ কর্মীদের জানানো হয়েছিল আমার এফ এম বন্ধ হওয়ার কথা। আর্থিক অনটনের কারণেই বেশ কিছুদিন ধরেই বন্ধ করতে চেয়েছিলেন এই আমার এফ এম টিকে। কিন্তু কর্মীরা চাননি এই এফ এম টিকে ছাড়তে। কর্মীরা জানান তারা নিজেরা এফ এমটি চালাবে। কিন্তু এই কোথায় কোন সাড়া পাননি তারা। এরপর অক্টোবর ম্যাক্স থেকে কর্মীদের বেতন বন্ধ করে দেওয়া হয়। টানা চার মাস বিনা বেতনে কাজ করেন। কিন্তু ২৩ শে জানুয়ারি মধ্যরাতেই সব শেষ হয়ে যায়। ২৩ শে ডিসেম্বর মানে ঠিক এক মাস আগে এই স্টেশনটির লাইসেন্স সারেন্ডার করে দিয়েছে। কর্মীদের অভিযোগ এই বিষয়ে তাদের আগে থেকে কিছু জানান হয়নি।

 হিটস এফএম AMS কর্মীদের এই অভিযোগ কে সম্পূর্ণ অর্থহীন বলেছেন। তাঁরা জানানা এপ্রিলেই কর্মীদের নোটিস দেওয়া হয়েছিল। এবং তাঁর সাথে এটাও বলে দেওয়া হয়েছিল এপ্রিল থেকে বেতনও বন্ধ করে দেওয়া হবে।তবুও সেপ্টেম্বর পর্যন্ত কর্মীদের দেন দেয় কোম্পানি। কর্মীরা সব জানতেন যে এফএম স্টেশনটি বন্ধ হয়ে যাবে তবুও তাঁরা শ্রোতাদের কিছু জানাননি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.