Header Ads

দক্ষিণ কাশ্মীরে জঙ্গিদের গাড়ি থেকে গ্রেফতার রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত পুলিশ আধিকারিক

নজরবন্দি ব্যুরোঃ কাশ্মীরে জঙ্গিদের গাড়ি থেকে গ্রেফতার অ্যান্টি হাইজ্যাকিং স্কোয়াডের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত পুলিশ আধিকারিক। জাণা গিয়েছে দক্ষিণ কাশ্মীরের কুলগাম থেকে গ্রেফতার ওই পুলিশ আধিকারিককে গ্রেফতার করা হয় বলে সূত্রের খবর। ধৃত আধিকারিক দেবিন্দর সিং ডিএসপি পদমর্যাদার অফিসার। আটক হওয়া গাড়িতে দেবিন্দর সিং লস্কর-ই-তৈবা ও হিজবুল-মুজাহিদিন-জঙ্গি সংগঠনের দুজনের সঙ্গেই ছিলেন। সেই গাড়ি থেকে ৪৭ রাইফেল ও গ্রেনেড উদ্ধার করেছেন নিরাপত্তারক্ষীরা । ধৃতদের জেরা করে জানা যায় এক জঙ্গির নাম। কুখ্যাত দুষ্কৃতী হিসাবেই পাস্ট রেকর্ড রয়েছে নবিদদের। পুলিশকর্মী খুনের একাধিক অভিযোগ রয়েছে। মরিয়া হয়ে নাবিদের খোঁজ চালাচ্ছিলেন তদন্তকারী অফিসাররা। এদিন গাড়িতে করে জঙ্গিদের নিয়ে চণ্ডীপুর যাওয়ার ছক এঁটেছিল দেবিন্দর। এদিন জঙ্গিদের ডেরা থেকে নিরাপদে পৌঁছে দেওয়ার কাজ চালাচ্ছিল দেবিন্দর। এমনটাই জানিয়েছেন তদন্তকারী অফিসাররা।
 প্রসঙ্গত উল্লেখ্য আফজল গুরু যখন জেলে ছিলেন সেই সময়ই একটি চিঠিতে দেবিন্দরের নাম প্রকশ্যে আসে। তবে এই পুলিশ কর্তার বিরুদ্ধে কোন ব্যবস্থাই নেয়নি সরকার। তা নিয়ে আগেই বয়ে গিয়েছে সমালোচনার ঝড়। এরমাঝে এহেন পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক রাষ্ট্রপতি পুরস্কারও পেয়ে যান। ইন্সপেক্টর থেকে ডিএসপি পদেও উন্নীত করা হয়। তবে এবার তার গ্রেফতার হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। জঙ্গি দমনে দেশের নিরাপত্তা ব্যবস্থা যখন আঁটোসাঁটো করছে নমোর সরকার তখন খোদ ডিএসপি পদমর্যাদার এই অফিসারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারন নাগরিকরা। তবে আগামী দিনগুলিতে বিষয়টির তদন্ত কোন দিকে এগোয় সে দিকে তাকিয়ে আম জনতা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.