ধর্মঘটীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
নজরবন্দি ব্যুরোঃ গায়ের জোরে বাংলায় বনধ চলবে না। আজ বনধ নিয়ে এমনই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল থেকেই বনধের সমর্থনে রাস্তায় নেমে অবরোধ, বাস ভাঙচুর, জোর করে দোকান বন্ধ করে ধর্মঘটীরা। তিনি বলেন "ট্রেনের নিচে বোমা রেখে, বাইক পুড়িয়ে, বাস ভেঙে গুন্ডাগিরি। বনধের নামে গুন্ডাগিরি করতে দেওয়া হয়নি, হবেনা। আমি সিপিএমের মতো গুলিপন্থায় বিশ্বাস করি না। মারপিট পন্থায় বিশ্বাস করি না। শান্তিপূর্ণ আন্দোলন করুন। রাস্তায় নামুন। প্রতিবাদের অনেক ভাষা আছে”।
তিনি বনধ সমর্থকদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেছেন “আমি মারপিট, হিংসায় বিশ্বাস করিনা। যাঁরা এসব করছেন যারা তাদের বলব গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করুন। পুলিশ আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার নেবে। যাঁরা সরকারি সম্পত্তি নষ্ট করছে, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে পুলিশ”।
তিনি বনধ সমর্থকদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেছেন “আমি মারপিট, হিংসায় বিশ্বাস করিনা। যাঁরা এসব করছেন যারা তাদের বলব গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করুন। পুলিশ আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার নেবে। যাঁরা সরকারি সম্পত্তি নষ্ট করছে, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে পুলিশ”।
ReplyDeleteThank you for sharing the information. Looking to buy a used car?
Let us help you find the best used cars in India. Let us add luxury to your life.
Boost your business today.
ReplyDeleteLooking for a good read? log-on to UAETHEBEST read interesting blogs.
ReplyDelete