Header Ads

মুকুল-অর্জুনকে জোর ধাক্কা তৃণমূলের, উদ্ধার হৃত পুরসভা


নজরবন্দি ব্যুরোঃ লোকসভা ভোটের সময় থেকেই বারবার সংবাদের শিরোনামে ছিল ভাটপাড়া। তৃণমূল ছেড়ে কাউন্সিলররা এক যোগে বিজেপির ছাতার তলায় আসতে থাকে। ক্রমশ পুরসভা গুলিতে অনাস্থা আনার পথে হাঁটে বিজেপি। কিন্তু সেই ভাটপাড়াতেই জোর ধাক্কা খেলো বিজেপি। এবার ভাটপাড়ায় ফের পুরসভার দখল নিল তৃণমূল। পুরসভার নতুন পুরপ্রধান হলেন তৃণমূলের কাউন্সিলর অরুণ বন্দ্যোপাধ্যায়। তিনি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। ফলত কিছুটা ব্যকফুটে বিজেপি।

 প্রসঙ্গত উল্লেখ্য, এ মাসের সাত তারিখে পুরসভায় আস্থা ভোট হয়েছিল। সেখানেই তৃণমূল এগিয়ে যায়। আস্থা ভোটে অংশ নেননি বিজেপির কাউন্সিলররা। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে আস্থা ভোটের পর পুরপ্রধানও নির্বাচন করা হল। ফলত ভাটপাড়া পুরসভা ফের বিজেপির হাতছাড়া হল। রাজ্যের প্রায় অধিকাংশ পুরসভায় ভোট হয় নি। অনেক জায়গায় পুরসভা চালাচ্ছেন প্রশাসক। সেই অবস্থায় কলকাতা হাইকোর্ট পুরভোটের নির্দেশ দেয়। কিন্তু ভাটপাড়ায় তৃণমূলের জয় হওয়ায় আরও একটি পুরসভা হারালো বিজেপি।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.