Header Ads

অকাল বৃষ্টি শহরে, ফের জাঁকিয়ে শীত মেঘলা আবহাওয়া কাটলেই।

নজরবন্দি ব্যুরো : বৃহস্পতিবার সকাল থেকেই অকাল বৃষ্টি কলকাতায়। পশ্চিমী ঝঞ্ঝা এবং একটি উচ্চচাপ বলয় এর জন্য বড়দিনের পর দিন থেকে অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ মেঘলা। এবং থেকে থেকে বৃষ্টি ও পরছে। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি সহ দুই চব্বিশ পরগনা, নদীয়াতেও বিক্ষিপ্তভাবে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে দিনের বিভিন্ন সময়ে। আজ সূর্য গ্রহন থাকায় কলকাতা থেকে আংশিক সূর্যগ্রহণ দেখার সম্ভাবনাও মাটি করলো মেঘলা আবহাওয়া। এই দিন তার মধ্যেই কলকাতায় সন্ধ্যের দিক থেকে শুরু হয় অকাল বৃষ্টি। আর এই বৃষ্টির জেরেই ভোগান্তিতে পড়তে হয় আমজনতাদের। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে শুক্রবার অর্থাৎ আগামীকাল নদিয়া এবং দুই ২৪ পরগনা তে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
আর সেই প্রভাব পড়বে কলকাতাতেও। তবে কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘন্টা এই রকম পরিস্থিতি বজায় থাকবে। আলিপুরের আবহাওয়া অফিসের আধিকারিকরা জানিয়েছেন, এই পরিস্থিতি কেটে গেলেই জাঁকিয়ে শীত পড়বে আবারও। পশ্চিমী ঝঞ্ঝা এবং উচ্চ চাপ বলয় এর প্রভাবে উত্তর এর হাওয়া প্রবেশ করতে পারছে না। এই পরিস্থিতি কেটে গেলেই উত্তরের হাওয়া প্রবেশ করতেই কড়া শীত পড়বে আবারও। পারদ কমতে পারে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনাও রয়েছে আগামী দু - একদিন বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.