Header Ads

দিঘায় ড্রেজিং না হওয়ায় চরে ধাক্কা লেগে উল্টে গেল মাছ বোঝাই ট্রলার

নজরবন্দি ব্যুরোঃ আবারও প্রকাশ্যে এল ট্রলার ডুবির ঘটনা। গভীর সমুদ্র থেকে মাছ ধরে ফেরার পথে দিঘা মোহনায় জমা হওয়া বালিতে ধাক্কা লেগে ডুবে গেল মাছ বোঝাই ট্রলার। জানা গিয়েছে ট্রলারটিতে ১১ জন মৎস্যজীবী ছিলেন। মাছ বোঝাই ট্রলারটি ডুবে গেলেও উদ্ধার করা হয়েছে ১১ মৎস্যজীবীকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দিঘার মোহনার কাছে দিনদিন মাত্রাতিরিক্ত পলি ও বালি জমা হচ্ছে। ফলে মোহনায় নাব্যতা কমেছে।
 বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনকে জানানো হয়। এমনকি মৎস্যজীবীদের নিরাপত্তার কারণে ড্রেজিংয়ের দাবিতে আন্দোলন করে স্থানীয় মৎস্যজীবী সংগঠন। তবে এসবেও কোন সুরাহা মেলেনি বলে মৎস্যজীবী সংগঠনগুলির অভিযোগ। এদিনের ট্রলারডুবির পর ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার মৎস্যজীবীরা। তাঁদের অভিযোগ শুধুমাত্র ড্রেজিং না হওয়ার কারণেই এই ঘটনাটি ঘটেছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.