Header Ads

রাজ্য সরকার প্রকাশিত রোপা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ শিক্ষক সংগঠন

নজরবন্দি ব্যুরোঃ রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের রোপা হাইকোর্টের রায়কে অমান্য করেছে বলে অভিযোগ করেন রাজ্যের বেশ কয়েকটি শিক্ষক সংগঠন। আর সেই রোপা নিয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল শিক্ষক সংগঠন বিজিটিএ। এবছরই কিছুদিন আগেই প্রকাশিত হয় রোপা। আর তাতে স্নাতক শিক্ষকদের 'প্রশিক্ষিত স্নাতক শিক্ষক' স্কেল দিচ্ছে না রাজ্য। এতে বঞ্চিত রাজ্যের স্নাতক শিক্ষকরা। তবে বেতন বৃদ্ধির দাবিতে আগেই একবার হাইকোর্টে মামলা হয়। জুলাই মাসে সেই মামলার শুনানিতে রাজ্য সরকারকে স্নাতক শিক্ষকদের বেতন বঞ্চনা দ্রুত মিটিয়ে ফেলতে বলে আদালত। কিন্তু তারপরও প্রকাশিত রোপায় তার উল্লেখ না থাকায় আর বেড়েছে ক্ষোভ। রোপা নিয়ে নতুন মামলার শুনানিতে মঙ্গলবার রাজ্য সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করেন হাইকোর্টের বিচারপতি।
সেই সঙ্গে বিচারপতি নির্দেশ দেন সামনের বছর জানুয়ারির চার তারিখের মধ্যেই আদালতে হলফনামা জমা দিতে হবে রাজ্যকে। এরপর আবার ১০ তারিখ পরবর্তী শুনানির দিন ধার্য করল আদালত। এদিন বিচারপতির মন্তব্যে রাজ্যের শিক্ষা দপ্তরের চাপ বাড়ল অনেকটাই। রাজ্যের 'বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার’স অ্যাসোসিয়েশন'-এর বক্তব্য আগামী দিনে আদালত পাশে থাকলে স্নাতক শিক্ষকদের বঞ্চনা কিছুটা কমবে। তবে তাঁদের দাবি মানা না হলে রাজ্য জুড়ে বৃহওর আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছেন বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার’স অ্যাসোসিয়েশনের সদস্যরা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.