Header Ads

এবার স্কুলে 'পুস্তক দিবস' পালনে উদ্যোগ নিল রাজ্য সরকার

নজরবন্দি ব্যুরোঃ সামনের বছর জানুয়ারির ২ তারিখে রাজ্যের সমস্ত স্কুলে পুস্তক দিবস পালনে উদ্যোগ নিল রাজ্য সরকার। রাজ্যের সব জেলার স্কুল পরিদর্শকদের কাছে এবিষয়ে নির্দেশিকা পাঠাল রাজ্য সরকারের স্কুল শিক্ষা অধিদপ্তরের পাঠ্যপুস্তক বিভাগ৷ সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল গুলিকে এই আওতায় রাখা হয়েছে৷ ওদিন শিশুশ্রেণি থেকে দশম শ্রেণির পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীকে বাংলা, হিন্দি সাঁওতালি, ওড়িয়া, ইংরেজি এবং তেলেগু ভাষার পাঠ্যপুস্তক সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে৷
 স্কুলগুলির সাব-ইন্সপেক্টরের তত্ত্বাবধানে পুরো কর্মসূচি পালন করার জন্য সহযোগিতায় থাকবেন স্কুলগুলির প্রধান শিক্ষক, পঞ্চায়েত, পুরসভা, স্বীকৃত শিক্ষক সংগঠনগুলির সদস্যরা, বিশিষ্ট ব্যক্তিত্ব, সমাজকর্মী এবং অভিভাবকরা৷ সমস্ত জেলার জেলা স্কুল পরিদর্শকদের এই অনুষ্ঠান পালনের বিষয়ে বিস্তারিত জানাতে হবে ওই দিন বেলা ৩ টের মধ্যে৷ তবে এই সরকার আগেই স্কুল গুলতে একাধিক নতুন অনুষ্ঠান চালু করে। এরমধ্যে পুস্তক দিবস আগামী বছরে নতুন সংযোজন হতে চলল।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.