Header Ads

আপেলের থেকেও দামি; ১৫০ ছাড়িয়ে ডাবল সেঞ্চুরির পথে পেঁয়াজ!

নজরবন্দি ব্যুরোঃ আপেলের থেকে পেঁয়াজের দাম বেশি। দামের ঝাঁঝে প্রান ওষ্ঠাগত মধ্যবিত্তের। গত শনিবার সল্টলেকের সিএ মার্কেট, মানিকতলা বাজারে পিঁয়াজ প্রতি কেজি মিলেছিল ৮০ টাকা দরে। ছোট সাইজের পেঁয়াজ পাওয়া যাচ্ছিল ৭০ টাকায়। তাহলে কি দাম নিম্নগামী? আশায় বুক বেঁধেছিল মধ্যবিত্ত।
কয়েকদিন আগে পিয়াজের দাম ছিল ১০০ টাকারও বেশি। টাস্ক ফোর্সের নজরদারির ফলে দাম একটু কমেছে বলে সামান্য স্বস্তি পাচ্ছিলেন ক্রেতারা।বিক্রেতারা বলছিলেন, নতুন পেঁয়াজ আসায় কমছে দাম। টাস্ক ফোর্সের তরফে দোকানগুলিতে দামের তালিকা টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছিল।কিন্তু এখন অবস্থাটা কোথায় দাঁড়িয়ে? ১০০! নাহ সে এখন অতীত আজ পেঁয়াজ ছাড়িয়েছে ১৫০ এর মাইলস্টোন।
মুর্শিদাবাদের হরিহরপাড়া বাজারে আজ পেঁয়াজ বিক্রি হয়েছে কেজি পিছু ১৫০ টাকায়। কলকাতায় রাজডাঙা বাজারেও পেঁয়াজ বিক্রি হয়েছে ১৫০ টাকা কেজি দরে। গড়িয়াহাট, মানিকতলা, লেক মার্কেট, ল্যান্সডাউনের বাজারগুলিতে আজ দাম ছিল ১৪০ টাকা কেজি।  সকালে এক দাম, বিকালে অন্য দাম। বিক্রেতা বলছেন "দাদা কিনতে হচ্ছে ১৩০-১৪০ টাকায় তাহলে বেচব কতয়?
পেঁয়াজের ঝাঝে চোখে জল এলেও দাম বাড়ার যা গতি তাতে ডাবল সেঞ্চুরি না হয়ে বসে সেদিকেই চোখ মধ্যবিত্তের। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.