Header Ads

NRC হচ্ছেই! আপনি ভারতের নাগরিক তো? জানুন কি নথি লাগবে নাগরিকপঞ্জিতে।

নজরবন্দি ব্যুরোঃ ক্যাব ও এনআরসির প্রতিবাদে দেশে উত্তাল পরিস্থিতি। প্রতিবাদ বিক্ষোভে বাংলার জায়গায় জায়গায় আগুন জ্বলছে। আগুনে পুড়েছে বাস ট্রেন। আগেই বাংলায় এনআরসি আতঙ্কেও করেছেন অনেকে। পরিস্থিতি ক্রমশ জটিল হতে থাকছে। আর এই এনআরসির জন্য সাধারণ নাগরিকদের কী কী নথি প্রয়োজন, এক নজরে পড়ে নেওয়া যাক, প্রথমেই বলে নেওয়া ভালো, এনআরসিতে নাম থাকার জন্য প্রধান ফেক্টর হতে চলেছে ১৯৭১-এর ২৪ মার্চ। এই দিনের মধ্যরাতের আগে ও পরের নথির উপর নির্ভর করছে নাগরিকপঞ্জিতে নাম থাকবে কি না।অতি অবশ্যক যে নথিগুলি প্রয়োজন
১. ১৯৫১ সালে নাগরিক পঞ্জি তালিকায় নাম থাকতে হবে।
২. ১৯৭১ সালের আগের ভোটার তালিকায় নাম থাকতে হবে।
৩. নাগরিকত্বের সংশাপত্র।
৪. স্থায়ী বাসিন্দার কাগজপত্র।
৫. সরকারি সার্টিফিকেট, জীবন বিমা প্রভৃতি।
৬. বাসিন্দা হিসাবে বাড়ি ও যায়গা-জমির নথিপত্র।
৭. সরকারি চাকরি করলে তার শংসাপত্র।
১. জায়গা জমির বৈধ কাগজপত্র।
২. ১৯৭১ সালের আগের নির্বাচনী তালিকায় নাম।
৩. গ্রাম পঞ্চায়েতের ইন্সপেক্টরের সার্টিফিকেট লাগবে বিবাহিতাদের জন্য।
৪. রেশন কার্ড ও পোস্ট অফিসের নথি।এছাড়াও যে কোন সরকারি নথির প্রয়োজন।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.