Header Ads

'NO NRC' প্রতিবাদ, কালা আইন ঘিরে।

নজরবন্দি ব্যুরো: রবিবার দমদম নাগরিক সমন্বয় মঞ্চের ডাকে এক জনসভার আয়োজন করা হয়েছিল। জাতীয় নাগরিক পঞ্জি করন বা NRC আইনকে এই জনসভা থেকে কালা আইন বলে ধিক্কার জানানো হয়েছে। সঙ্গে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে 'NO NRC' তোলো আওয়াজ রেখে প্রতিবাদে মুখর হতে দেখা গিয়েছে প্রতিবাদীদের। জনসভা থেকে এই সংগঠনের তরফ থেকে বক্তব্য উঠে আসে জাতীয় নাগরিকপুঞ্জি বা NRC সারাদেশে চালু হলে সাধারণ মানুষকে আবার নতুন করে প্রমাণ করতে হবে তারা ভারতীয় নাগরিক।

ইতিমধ্যেই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে দাঁড়িয়ে বিবৃতি দিয়েছেন সারা দেশ জুড়েই NRC লাগু হবে। NRC কারণে অসমে হাজার ১৯ লক্ষ মানুষ সন্দেহজনক ভোটার বা 'ডি' ভোটার হয়ে ডিটেনশন ক্যাম্পে পচে মরছে। এই অবস্থায় পশ্চিমবঙ্গ সহ সারা দেশ জুড়েই NRCচালু করতে উঠে পড়ে লেগেছে কেন্দ্রের মোদি-শাহের বিজেপি সরকার। এরই প্রতিবাদে 'NO NRC' আওয়াজ উঠেছে। এই জনসভায় বক্তৃতা রেখেছেন বিশিষ্ট আইনজীবী তথা কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষ, বিশিষ্ট অভিনেতা সব্যসাচী চক্রবর্তী সহ প্রমুখেরা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.