Header Ads

নির্ভয়া কাণ্ডে অভিযুক্তের রিভিউ পিটিশানের শুনানি আজ।

নজরবন্দি ব্যুরোঃ ২০১২ সালের ১৬ ডিসেম্বর, দিল্লিতে ঘটে যাওয়া নির্ভয়া গণধর্ষন মামলায় অভিযুক্ত ৪জনের ফাঁসির সাজা শুনিয়েছিল সর্বচ্চ আদালত। কিন্তু ফাঁসির সঠিক দিন ঘোষনা নিয়ে বিচার বিবেচনা চলছিল। অবশেষে অভিযুক্তদের ফাঁসির দিন নির্ধারিত করল আদালত। অভিযুক্তরা ফাঁসির সাজা মুকুব করার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করেন, কিন্তু তাদের আবেদনকে খারিজ করে ফাঁসির সাজা বহাল  রাখল আদালত। অভিযুক্ত অক্ষয় কুমার সিং-এর আইনজীবী পুনরায় রিভিউ পিটিশান দায়ের করে সর্বচ্চ আদালতের কাছে। তিনি জানান, তার মক্কেল অক্ষয় কুমার সিং ঘটনার দিন শহরে ছিলেন না। এই পিটিশানের শুনানি হতে চলেছে আজ মঙ্গলবার। শুনানির সময় দুপুর ২টো। 
উল্লেখ্য, ২৩ বছেরর তরুণীর  সাথে পাশবিক অত্যাচারের পরে তাকে রাস্তায় ফেলে দিয়ে যায় অভিযুক্তরা। প্রায় ১০ দিন মৃত্যুর সাথে লড়াই করার পরে অবশেষে মৃত্য হয় নির্ভয়ার। নির্ভয়া কাণ্ডের নৃশংসতা দেখে গোটা দেশ কেঁপে উঠেছিল। দেশবাসী অভিযুক্তদের কঠোর স্বাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে গেছেন দির্ঘদিন। এই নৃশংসতার একটাই স্বাস্তি ফাঁসি। এই ঘটনায় অভিযুক্ত ছিল ৬ জন। তাদের মধ্যে একজন নাবালক হয়ায় ৩ বছর সাজা কাটিয়ে সে মুক্তি পেয়ে যায়। অন্য এক অভিযুক্ত জেলের মধ্যেই আত্মহত্যা করে নেয়। বাঁকি চার জন অভিযুক্তের ফাঁসি হতে চলেছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.