Header Ads

পেঁয়াজের পর এবার বাড়ল দুধের দাম।

নজরবন্দি ব্যুরোঃ পেঁয়াজে সামলানো যাচ্ছে না এবার দোসর হল দুধ।দিল্লি-সহ দেশের বেশকিছু রাজ্যে আজ অর্থাৎ রবিবার থেকে মাদার ডেয়ারির দুধের দাম বাড়ল।সঙ্গে দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আমুলও। কোন কোন দুধের দাম বাড়ছে? সংস্থার পক্ষথেকে খবর, ফুল ক্রিম, টোনড, ডাবল টোনড এবং গরুর দুধের ক্ষেত্রে বাড়ছে দাম। হাফ লিটার দুধের প্যাকেট কিনতে গেলে এবার থেকে আগের চেয়ে ১ টাকা বেশি দাম দিতে হবে গ্রাহকদের।
 অন্যদিকে আমুলের তরফ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র টোনড ও ফুল ক্রিম মিল্কের দাম বাড়ানো হয়েছে । ১ লিটার দুধের দাম বাড়ানো হয়েছে ২টাকা। দিল্লি,মুম্বাই সহ বাংলা, গুজরাত এবং মহারাষ্ট্রের বেশ কিছু অঞ্চলে এই নতুন দাম কার্যকর করা হয়েছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.