Header Ads

সিএএ ও এনআরসি নিয়ে পিছু হটবে না তৃণমূল, স্পষ্টভাবে জানিয়ে দিলেন মমতা।

নজরবন্দি ব্যুরো: সংশোধিত নাগরিকত্ব বিল আইনে পরিণত পর থেকেই দুই দলের মধ্যে ঠান্ডা লড়াই চলছিল। রবিবার দিল্লির রামলীলা ময়দানে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে প্রধানমন্ত্রী মুখ খোলার পর থেকেই এই ঠান্ডা লড়াইয়ের পারদ যেন এক ঝটকায় অনেকটা চলে গেল। এই দিন রামলীলা ময়দানে প্রধানমন্ত্রীর বক্তব্যের অনেকটা অংশ জুড়েই ছিলেন মমতা। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রথম দিকেই পাস হয়ে গিয়েছিল এই বিল রাস্ট্রপতির সই পেতে দেরি হয়নি। সিএএ ও এনআরসি নিয়ে দেশের বিভিন্ন অংশের মানুষের মধ্যে ক্ষোভ জমে ছিল।

 এবং তা আইনে পার হওয়ার পর হিংসাত্মক আকার ধারণ করে। এই বিল পাস হওয়ার পর এই নিয়ে প্রথম বার মুখ খুলতে দেখা গেল মোদীজি কে। দিল্লির নির্বাচনী প্রচারের মঞ্চকে কাজে লাগিয়ে দেশবাসীর কাছে নিজের কথা এবং শান্তির বার্তা পৌঁছে দিতে চেয়েছেন মোদিজি, এই নিয়ে একাংশ রাজনৈতিক মহলের ব্যাখ্যা। মোদীজি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে নিশানা করে বলেন যে - 'বিরোধীরা ' সিএএ নিয়ে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে। মোদিজীর বক্তব্য শেষ হতে না হতেই তার পাল্টা জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এনআরসি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের উল্টো কথা বলেছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে দেশের মূল ভাবনার উপর কারা আঘাত আনতে চাইছে সেই প্রশ্ন ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একথাও লিখেছেন যে- আমি যা বলেছি জনসমক্ষে বলেছি আর আপনি যা বলেছেন তার বিচার করবে জনগণ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.