Header Ads

পেঁয়াজ,সব্জি,মাছের পর এবার দাম বাড়ল রান্নার গ্যসের! আগুন জ্বলছে রান্না ঘরে।

নজরবন্দি ব্যুরোঃ সবজি থেকে মাংস নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। পেঁয়াজের কথা তো ছেড়েই দিন সংসার চালাতে দম বন্ধ হবার উপক্রম মধ্যবিত্ত মানুষের। এর মধ্যে আবার বিশ ফোরারা মতো বছরের শেষ মাসে ফের বাড়লো রান্নার গ্যাসের দাম। কলকাতায় ভরতুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হচ্ছে ৭২৫ টাকা ৫০ পয়সা।
 এক লাফে সাড়ে উনিশ টাকা দাম বেড়ে রান্নার গ্যাসের দাম হয়েছে ৭২৫ টাকা ৫০ পয়সা। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে গ্যাসের দাম নির্ধারণ করে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। শুধু তাই নয় ৫ কেজি ওজনের সিলিন্ডারের দাম বেড়ে হয় ২৬৪ টারা ৫০ পয়সা। গত মাসে ৭৬ টাকা এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়। এবার ডিসেম্বর মাসেও একই ছবি। তার মানে চার মাসে মোট ১২৪ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.