Header Ads

কার্গিল ফিরে পেল ইন্টারনেট ১৪৫ দিন পর, নেট দুনিয়া থেকে এখনও বিচ্ছিন্ন বাকি কাশ্মীর।

নজরবন্দি ব্যুরো : ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে। আজ ১৪৫ দিন পর ইন্টারনেট পরিষেবা আগের মত স্বাভাবিক করা হল কার্গিলে। জম্মু-কাশ্মীরে গত ৫ ই আগস্ট থেকে ৩৭০ ধারা বিলোপের পর উপত্যাকা সহ কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের অন্তর্গত ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল ১৪৫ দিন। শুধুমাত্র কার্গিলে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করা হয়েছে। বাকি উপত্যাকায় ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন রাখা হয়েছে এখনও। ৩৭০ ধারা বিলোপের পর গত চার মাস সেরকম বড় গন্ডগোল দেখা যায়নি কার্গিলে।
 ফলে এই অঞ্চলে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করা হয়েছে। তবে প্রশাসনের তরফে স্থানীয় নেতাদের অনুরোধ করা হয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেন কোন রকম উস্কানিমূলক মন্তব্য না করা হয়। বাকি উপত্যাকায় বিক্ষোভ হয়েই চলেছে। জম্বু কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক নয় এখনও।যার প্রভাবে কাশ্মিরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লা, তাঁর ছেলে ওমর আব্দুল্লা ও মেহবুবা মুফতি এখনো রয়েছেন গৃহবন্দি। শুধু তাঁরাই নয় উপত্যাকায় আরো অনেক নেতাও রয়েছেন গৃহবন্দি। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে। এর জেরেই উপত্যাকার ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক হতে এখনো বেশ কিছু সময় লাগবে বলেই প্রশাসনিক সূত্রে খবর।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.