Header Ads

জারিনের সঙ্গে বিতর্কে জড়ালেন মেরিকম

নজরবন্দি ব্যুরোঃ সামনের বছরের অলিম্পিক অর্থাত টোকিও অলিম্পিকে অংশগ্রিহন নিয়ে সাময়িক ভাবে ভারতের একাধিক সমস্যা তৈরি হয়েছিল৷ মূলত সমস্যা অংশগ্রহণকারীদের নিয়ে৷ মহিলা বিভাগের বক্সিংয়ে ৫১ কেজিতেও অংগ্রহন নিয়ে একই জটিলতা তৈরি হয়। তা নিয়ে দেশের অভ্যন্তরেই একটি প্রাকঅলিম্পিক নির্বাচনী ম্যাচের আয়োজন করা হয়। ভারতের বক্সিং ফেডারেশনই এই ম্যাচের আয়োজন করে। শনিবার সেই ম্যাচের ফাইনাল অনুষ্ঠিত হয়। আর এই খেলা থেকেই ঠিক হয় ২০২০ টোকিও অলিম্পিকে মহিলা বিভাগের বক্সিংয়ে ৫১ কেজিতে কে দেশের হয়ে হয়ে প্রতিনিধিত্ব করবেন।ভারতের বক্সিং ফেডারেশনের এই নির্বাচনী ম্যাচে নিখাত জারিনকে ৯-১ এ হারিয়ে দিয়েছেন মেরিকম।
আর অলিম্পিকের জন্য নিশ্চিত হয়ে যান মেরিকম। কিন্তু ম্যাচ শেষের পরই শুরু হয় নয়া বিতর্ক। ম্যাচের শেষে জারিন মেরিকমের সঙ্গে করমর্দন করতে গেলে মেরিকম অস্বীকার করেন। আর তাতেই হাউহাউ করে কেঁদে ফেলেন জারিন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক বিষয় নিয়ে জারিনকে কটাক্ষ করেন মেরিকম। তবে অলিম্পিক নিয়ে তর্জা শুরু হওয়ায় ক্ষুব্ধ ভারতের বক্সিং ফেডারেশন। বিষয়ই দ্রুত মিটিয়ে নেওয়ার কথাও বলা হয় ফেডারেশন তরফে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.