Header Ads

হায়দরাবাদ কাণ্ডের ধর্ষকদের ফাঁসির দাবি সাংসদদের।

নজরবন্দি ব্যুরো : প্রায় প্রতি ২০ মিনিটে দেশে ঘটে চলেছে ধর্ষণ কান্ড। কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না এই ঘটনা। হায়দরাবাদের পশু চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডিকে গণধর্ষণের পর পুড়িয়ে হত্যার ঘটনা আবারও ধর্ষকদের কড়া শাস্তির দাবি উঠেছে সারা দেশে। নানা রাজনৈতিক দল নির্বিশেষে এবার ধর্ষকদের ফাঁসির সাজা অথবা নির্বীজকরনের দাবী জানাচ্ছে। ধর্ষকদের গনপিটুনি চান সমাজসেবী পার্টির সাংসদ জয়া বচ্চন। সোমবার জয়া হায়দরাবাদ গণধর্ষণ কাণ্ডের প্রসঙ্গ টেনে রীতিমত ক্ষোভ প্রকাশ করেছেন সাংসদে। তাঁর দাবি কোনো রকম আইন করে কোনো লাভ হবে না। ধর্ষকদের প্রকাশ্যে ছেড়ে দেওয়া হোক। জনতার মাঝে গণপিটুনিই তাঁদের এক মাত্র শাস্তি। সরকারও ধর্ষন বিষয়ে কড়া আইন চান। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও ধর্ষকদের কড়া শাস্তি দেওয়ার কথা বলেন।
 তিনি সাংসদে বলেছেন, 'এই ধরণের ঘটনার নিয়ন্ত্রণে এখন চরম সাজার ব্যবস্থা নিতে হবে। পুরোনো আইনে আর হবে না। নতুন আইন করতে হবে। তার জন্য সকলের সম্মতি প্রয়োজন।' মূলত ধর্ষকদের ফাঁসির দাবি প্রায় গোটা দেশবাসীর। হায়দরাবাদ কাণ্ডে দোষীদের ফাঁসি সাজা হলেও সেটা এখনও কার্যকর হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে সাংসদে বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে। সেখানে একাধিক রাজনৈতিক দলের সাংসদরা প্রতিবাদে সবর হয়েছেন। ডি এম কে সাংসদ, তেলেঙ্গানার কংগ্রেস সাংসদ উত্তম রেড্ডি ও তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় ধর্ষকদের কড়া শাস্তির মূলত ফাঁসির দাবি করেছেন।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.