Header Ads

নাগরিকত্ব বিল নিয়ে বিজেপি কে তোপ সিপিআইএম নেতাদের। বললেন 'পাড়ায় ঢুকলে মেরে তাড়াব'

নজরবন্দি ব্যুরোঃ নাগরিকত্ব বিল (সংশোধনী)নিয়ে উত্তাল গোটা দেশ। অগ্নিগর্ভ হয়ে রয়েছে উত্তর-পূর্ব ভারত। এরমধ্যে এই বিতর্কিত বিলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল। সিপিআইএম নেতা শ্যামল চক্রবর্তী বলেন ‘এনআরসি করতে পাড়ায় ঢুকলে মেরে তাড়াব’। একই সুর সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিমের গলাতেও। সেলিম বলেন, 'দুটো জনগোষ্ঠী একসঙ্গে পাশাপাশি থাকতে পারে না, জিন্না-সাভারকররা তো এটাই বলেছিলেন। এরা ধর্মীয় উন্মাদনার ভিত্তিতে দেশভাগ করতে চাইছে।' তিনি আরও বলেন,
'বাংলাদেশ, পাকিস্তান থেকে এটাই তো আমদানি করা হল। ওরা জাতিভিত্তিক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছে। দেশের মধ্যেন দেশ, ঘরের মধ্যেএ ঘর করতে চাইছে। আর শুধুমাত্র ভোটব্যাঙ্কের স্বার্থে এটা করতে চাইছে।' এদিন রাজ্যসভায় অমিত শাহ দাবি করেন, প্রতিবেশী দেশের ধর্মীয় সংখ্যালঘুরা নিজেদেরকে বাঁচাতে এই দেশে এসেছেন। তাঁদেরকে কেন নাগরিকত্ব দেওয়া হবে না, প্রশ্ন তোলেন তিনি। সেই জন্যই এই আইন জরুরি, মন্তব্য করেছেন অমিত শাহ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.