Header Ads

আজ বন্ধ থাকবে উত্তর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ সেতু উল্টোডাঙ্গা উড়ালপুল ।

নজরবন্দি ব্যুরোঃ আজ পয়লা ডিসেম্বর বন্ধ থাকবে উত্তর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ সেতু, উল্টোডাঙ্গা উড়ালপুল । স্বাস্থ্যপরীক্ষার জন্য সকাল ৬টা-রাত ১০টা পর্যন্ত বন্ধ রাখা হবে এই সেতুর দিয়ে যাতায়াত । এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে কেএমডিএ এবং কলকাতা পুলিশ। ওই দিনের জন্য এই বিকল্প ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ।
ভিআইপি রোড থেকে ইএম বাইপাস যাওয়ার জন্য গাড়ি গুলিকে উল্টোডাঙার হার্ডকোর মোড় হয়ে সিআইডি রোড দিয়ে যেতে হবে। রবিবার সারাদিন উড়ালপুলের দু'টি লেনেই যান চলাচল বন্ধ থাকবে। তাই গাড়িগুলিকে উল্টোডাঙার হাডকো মোড় দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য গত ৯ জুলাই থেকে পুজো পর্যন্ত ওই উড়ালপুলে মেরামতির কাজ হয়। পুজোর মুখে গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়। আজ ফের স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছে কেএমডিএ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.