Header Ads

সরকারি কর্মচারীদের জন্য ষষ্ঠ বেতন কমিশন চালুর পথে রাজ্য

নজরবন্দি ব্যুরোঃ ১০১৯-এর শুরুতেই রাজ্য সরকারের কর্মচারীদের জন্য চালু হতে চলল ষষ্ঠ বেতন কমিশন৷ কিন্তু তার আগেই 'রোপা' প্রকাশিত হয়। রোপায় বলা হয়েছিল দ্রুত অপশন ফর্ম ফিলাপ করতে বলা হয়। এবার ২৪ ডিসেম্বর পর্যন্ত ফর্ম ফিলাপের মেয়াদ বাড়ানো হল৷ মেয়াদ বাড়ানোর ঘোষণা করে রাজ্য অর্থ দপ্তর। কর্মচারীদের একাধিক সমস্যা হওয়ায় ফর্ম ফিলাপের মেয়াদ বাড়িয়েছে রাজ্য। আসছে বছর প্রথম মাসের ১৫র মধ্যে ফর্ম ফিলাপ করতে হবে। আগে বেতন কমিশন চালু হওয়ার পরপরই চালু হবে রোপা।
 রোপা করতে লাগবে অপশন ফর্ম ফিলাপ। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬র জানুয়ারী থেকে নতুন ভাবে বেতনের সুবিধা পাবেন৷ ২০০৯-এ যোগদানের ক্ষেত্রে নতুন বকেয়া না মিললেও পে ফিক্সেশন ফর্মের মাধ্যমে নাম, যোগদানের সময়, কোন দপ্তরে কাজ করেন, গ্রেডপে সহ একাধিক প্রয়োজনীয় তথ্য জানাতে হবে। এই নির্দেশিকা জারি হওয়ায় কার্যত খুশির খবর হতে চলেছে সরকারি চাকুরিজীবীদের ক্ষেত্রে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.