Header Ads

সাহায্য চেয়ে ভারতের দ্বারস্থ পাকিস্তান

নজরবন্দি ব্যুরোঃ ভারত ও পাকিস্তান দুটি প্রতিবেশী দেশের সম্পর্কের টানাপোড়েনের কথা জানা সবায়ের। কুটনৈতিক সম্পর্কের দিক থেকে কার্যত তলানিতে গিয়ে ঠেকেছে। বিশেষ করে কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর থেকেই কুটনৈতিক স্তরে আরো সম্পর্ক তিক্ত হতে থাকে। পাশাপাশি পাকঅধিকৃত কাশ্মীরকে দখল নেওয়ারও হুশিয়ারি দিয়েছিল ভারতের মোদী সরকার। এই তিক্ততার জেরে দু দেশের মধ্যে বানিজ্যেরও ছেদ পড়ে।এরমাঝেই সামনে এল চাঞ্চল্যকর খবর। একটি বিশেষ প্রয়োজনে সাহায্যে চেয়ে ভারতের দ্বারস্থ পাকিস্তান।
পলিও মার্কার ভারতের কাছ থেকে কেনার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সেদেশের স্বাস্থ্য দফতরের বৈঠকের পর এমন সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবেই ওষুধ আমদানির ক্ষেত্রে ভারতের সাহায্য চায় পাকিস্তান। এতদিন পোলিওর মার্কার চিন থেকে আমদানি করত ইমরান খানের সরকার। কিন্তু চিন থেকে কেনার জন্য দাম অত্যাধিক হত। এমনকি মার্কারের কোয়ালিটিও ভালো হত না। তাই ভালো পোলিও মার্কার কিনতে ভারতের দ্বারস্থ হয়। অন্যদিকে ভারত ও চিন ছাড়া এই পোলিও মার্কার তৈরির অনুমতি নেই। তাই এক প্রকার বাধ্য হয়েই পাকিস্তান এই উদ্যোগ নিয়েছে বলে আন্তর্জাতিক সূত্রের খবর।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.