Header Ads

ক্যাবের প্রতিবাদে পদ্মশ্রী ফেরাচ্ছেন উর্দু হাস্যকবি মুজতবা হুসেন

নজরবন্দি ব্যুরোঃ নাগরিকত্ব ও নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে এবার কেন্দ্র সরকারের বৃহত্তম নাগরিক পুরস্কার ফেরাতে চলেছেন উর্দু কমেডিয়ান মুজতবা হুসেন। তিনি ২০০৭-এ ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন। কিন্তু অসাংবিধানিক আখ্যা দিয়ে বিলের প্রতিবাদে পদ্মশ্রী ফেরাতে চলেছেন তিনি। দেশের উত্তাল পরিস্থিতি নিয়ে আগেই সরব হয়েছেন দেশের বুদ্ধিজীবীরা। বাংলাতে সরব হয়েছেন শঙ্খ ঘোষের মত কবি ও সাংস্কৃতিক কর্মীরা।

 আগেও দেশজুড়ে চলা হিংসার প্রতিবাদে সাহিত্য একাডেমী পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন দেশের নামকরা সাহিত্যিকরা। সেই তালিকায় বাংলার মন্দাক্রান্তা সেনও ছিলেন। কিন্তু এবারের এনআরসি ও ক্যাব বিরোধী আন্দোলনে এই প্রথম কোন শিল্পী কেন্দ্র সরকারের পুরস্কার ফেরাচ্ছেন। । মধ্যষাটের কৌতুক শিল্পী মোস্তফা হোসেন জানিয়েছেন, দেশের গণতন্ত্র বিপন্ন। এই পরিস্থিতিতে তিনি নিজের কাছে কোন সরকারি পুরস্কার রাখতে চান না।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.