Header Ads

এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের ম্যাচে ভারতের আপত্তিতে থাকছে না কোন পাকিস্তানি ক্রিকেটার।

নজরবন্দি ব্যুরো : ২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশ্ব-এশিয়া একাদশের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। আর সেই ম্যাচে এশিয়া একাদশে ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা এক দলে খেলবেন বলে শোনা গিয়েছিল। কিন্তু সেখানে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থার তরফে জানিয়ে দেওয়া হল, আগামী মার্চ মাসে বাংলাদেশে আয়োজিত এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশ টুর্নামেন্টে কোনও পাকিস্তানি ক্রিকেটারদের সুযোগ দেওয়া হবে না। বিসিসিআই সূত্রের খবর, এশিয়া একাদশে পাঁচজন ভারতীয় ক্রিকেটার থাকবেন। বাকিরা থাকবেন বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান থেকে।
এই প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের সহসচিব জয়েস জর্জ জানিয়েছেন, 'আমরা এখন পর্যন্ত যা জানি, এশিয়া একাদশের হয়ে পাকিস্তানি কোন ক্রিকেটার খেলছেন না। ভারতীয় ক্রিকেট বোর্ডকে এই বার্তাই দেওয়া হয়েছে। টুর্নামেন্টে দুই দেশের ক্রিকেটারদের একই দলে খেলার কোনও সম্ভাবনা ছিল না। যেকোনও একটি দলকেই তাদের বেছে নিতে হত। ভারতের হয়ে কোন পাঁচ ক্রিকেটার এই ম্যাচ খেলবেন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় তা ঠিক করে দেবেন। '
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.