Header Ads

ক্যাব(CAB) নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল মুসলিম লীগ!

নজরবন্দি ব্যুরোঃ নাগরিকত্ব সংশোধনী বিল(CAB)কে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ জানিয়ে বৃহস্পতিবার শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ নেতারা। রাজ্যসভায় ক্যাব বিল পাস হওয়ায় দেশের সংবিধানের মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ।
এই বিলকে চ্যালেঞ্জ জানিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে একটি পিটিশন জমা দেয় লিগ। বিল নিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তবুও দেখেছেন মুসলিম লীগ নেতা তথা সাংসদ পি কে কুনালিকুট্টি, ই টি মহম্মদ বাশির, আবদুল ওয়াহাব এবং কে নাভাস কানিপ্রসঙ্গত। এই বিল একটি নির্দিষ্ট ধর্মের মানুষকে বঞ্চিত করে রাখার জন্য তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন নেতারা। কার্যত একই রকম অভিযোগ তুলেছেন হায়দ্রাবাদের সংশোধনীর নেতা আসাদুদ্দিন ওয়েইসিও।
প্রসঙ্গত উল্লেখ্য বুধবার রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষে ভোট পড়ে ১২৫টি। আর তাতেই পাশ হয়ে যায় বিলটি। বিলটিতে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের পক্ষে হলেও ব্রাক্ষ রাখা হয়েছে মুসলিমদের। এরপরই বিলটি নিয়ে সরব হয়েছে বিরোধীরা। বিলটি অসাংবিধানিক আখ্যা দিয়েছেন তাঁরা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.